Advertisement
Advertisement
Madhuri Dixit

এবার ছোটপর্দায় মাধুরী দীক্ষিত, সুচিত্রা সেনের গানে জয় করবেন বাঙালির মন

সম্প্রতি মুক্তি পেয়েছে মাধুরী দীক্ষিতের প্রথম ওয়েব সিরিজ 'দ্য ফেম গেম'।

Madhuri Dixit to grace Super Singer Season 3’s Grand Finale | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:March 3, 2022 4:58 pm
  • Updated:March 3, 2022 5:13 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনেকেই বলিউডের মাধুরী দীক্ষিতের চেহারার সঙ্গে ‘মহানায়িকা’ সুচিত্রা সেনের মিল পান। অনেকের মতে, দু’জনের হাসি যেন অবিকল এক। আর সেই মিল নিয়েই যদি মাধুরী গেয়ে ওঠেন ‘হারানো সুর’ ছবির ‘তুমি যে আমার’! কেমন হবে তাহলে? সেরকমই ঘটতে চলেছে ছোটপর্দায়। ‘সুপার সিঙ্গার থ্রি’ রিয়্যালিটি শোয়ে হাজির হয়ে মাধুরী নেচে উঠবেন বাংলা গানে। বলিউডের ‘ধক ধক গার্ল’কে এবার দেখা যাবে বেশ কয়েকটি বাংলা গানে পারফর্ম করতে।

কলকাতা শহরকে খুবই ভালবাসেন মাধুরী। তার প্রথম ছবি ‘অবোধ’ তো বাংলার নায়ক তাপস পালের সঙ্গেই। তখন থেকেই বাংলার সঙ্গে অদ্ভুত টান মাধুরীর। আর এবার সুযোগ পেয়ে মাধুরী নেচে উঠবেন ‘এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়’, ‘ঝনক ঝনক কনক কাঁকন বাজে’ গানে। সঙ্গে মাধুরী পারফর্ম করবেন ‘দেবদাসে’র গানেও। নাচবেন লতা মঙ্গেশকরের গাওয়া কালজয়ী গানের সঙ্গেও।

Advertisement

[আরও পড়ুন: ‘জীবনের সবচেয়ে কঠিন কাজ’, ইউক্রেনে আটকে থাকা পড়ুয়াদের দেশে ফেরালেন ‘মসিহা’ সোনু সুদ]


ছোটবেলা থেকেই সংগীতের প্রতি আলাদা আকর্ষণ মাধুরীর। নাচের সঙ্গে সঙ্গে গানও শিখেছেন। সুপার সিঙ্গারে এসে সেই প্রতিভাকেই সবার সামনে তুলে ধরবেন অভিনেত্রী।

সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে মাধুরী দীক্ষিতের ওয়েব সিরিজ ‘দ্য ফেম গেম’। এই সিরিজ থেকেই ওয়েব দুনিয়ায় পা রাখলেন মাধুরী দীক্ষিত। ইতিমধ্যে সাড়া ফেলেছে ‘দ্য ফেম গেম’। মাধুরী দীক্ষিত ছাড়াও এই শো-এর আকর্ষণ আরও অনেকেই। প্রতিযোগীদের পাশাপাশি মঞ্চে উপস্থিত থাকবেন ইলা অরুণ, শান, পলক মুচ্ছাল। বিচারকের আসনে থাকবেন কুমার শানু, কৌশিকী চক্রবর্তী, সোনু নিগম।

[আরও পড়ুন: বিদেশে যাওয়ার অনুমতি চান, আদালতের দ্বারস্থ সোনিকা মৃত্যু মামলায় অভিযুক্ত বিক্রম ]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement