Advertisement
Advertisement
Priyanka Chopra

পরিণীতির বিয়েতে কেন আসতে পারলেন না প্রিয়াঙ্কা? মুখ খুললেন অভিনেত্রীর মা মধু চোপড়া

দূর থেকে সোশাল মিডিয়ায় পরিণীতিকে শুভেচ্ছা জানিয়েছেন প্রিয়াঙ্কা।

Madhu Chopra Shares REAL Reason Why Priyanka Skipped Parineeti's Wedding| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:September 25, 2023 3:48 pm
  • Updated:September 25, 2023 3:48 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তুতো বোন পরিণীতির বিয়েতে আসতে পারেননি প্রিয়াঙ্কা চোপড়া ও তাঁর স্বামী নিক জোনাস। সে কথা সোশাল মিডিয়ার পোস্টে নিজেই বুঝিয়ে দিয়েছিলেন প্রিয়াঙ্কা। পরিণীতি ও রাঘবের বিয়ের ঠিক আগের দিনই বোনকে শুভেচ্ছা জানিয়ে ছিলেন তিনি। আর এবার স্পষ্ট হল, কেন তিনি আসতে পারেননি পরিণীতির বিয়েতে।

পরিণীতির বিয়েতে, প্রিয়াঙ্কা হাজির না থাকলেও, উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কার মা মধু চোপড়া। সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে মধু চোপড়া জানিয়েছেন, ”প্রিয়াঙ্কা খুব ব্যস্ত নানা কাজে, তাই আসতে পারেনি।”

Advertisement

[আরও পড়ুন: ‘তোমায় ছাড়া বাঁচব না’, বিয়ের আদুরে ছবি দিয়ে বার্তা রাঘব-পরিণীতির, আশীর্বাদ প্রিয়াঙ্কার]

প্রসঙ্গত, বিয়ে ভেঙেছে নিক জোনাসের ভাই জো জোনাসের। জোনাস পরিবারে এখন অশান্তির শেষ নেই। ভাসুরের বিয়ে ভাঙার ফলে কিছুটা হতাশ প্রিয়াঙ্কা চোপড়াও। অন্যদিকে প্রিয়াঙ্কার তুতো বোন পরিণীতি চোপড়ার বিয়ের প্রস্তুতি শুরু। ২৪ সেপ্টেম্বর উদয়পুর লেক প্যালেসে সাত পাকে বাঁধা পড়েছেন পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডা।

উদয়পুরে নিক জোনাসের না আসার কারণ কি ভাইয়ের ডিভোর্স?

গুঞ্জনে এসব খবর রটলেও, আসল গপ্পোটা হল, পরিণীতির বিয়ের ‘ওয়েলকাম লাঞ্চ’-এর দিন অর্থাৎ ২৩ সেপ্টেম্বর ওয়াশিংটনে অনুষ্ঠান রয়েছে। এদিন গাইবেন নিক। তার পর মাঝে এক দিনের বিরতি অর্থাৎ ২৪ সেপ্টেম্বর অভিনেত্রীর বিয়ের দিন ছুটি। কিন্তু তার ঠিক পরের দিন ২৫ তারিখে রয়েছে পিটসবার্গে রয়েছে নিকের শো। এই অল্প সময়ের মধ্যে ভারতে আসা প্রায় অসম্ভব ছিল নিকের।

[আরও পড়ুন: মধ্যরাতে টি সিরিজের অফিসে গণেশ পুজো শাহরুখের, সলমনকে নিয়ে হাজির মুখ্যমন্ত্রীর বাড়িতেও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement