সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মদন মিত্র (Madan Mitra) যেখানে, খবর সেখানে। বাংলার রাজনীতির ‘সুপারস্টার’কে নিয়ে হচ্ছে জোড়া বায়োপিক। এর মধ্যেই আবার নতুন গানের ভিডিও রেকর্ড করে ফেললেন কামারহাটির বিধায়ক। গত ফেব্রুয়ারিতে ‘ওহ লাভলি’ (Oh Lovely) গানে কেড়েছিলেন নজর। এবার ‘গাল্লি বয়’-এর ধাঁচে রেকর্ড করলেন র্যাপ ভিডিও।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই বেসরকারি সংস্থার উদ্যোগে এই গান রেকর্ড করেছেন মদন মিত্র। গানেই বুঝিয়ে দিয়েছেন তৃণমূল সুপ্রিমোর এবারের লক্ষ্য দিল্লি। পুজোর আবহে ‘ইন্ডিয়া ওয়ানা হার বেটিয়া’ গানটি শুরু হয়েছে। “ভবানীপুর টু কামারহাটি, দিদির হাত ধরে সামনে হাঁটি” এমন কথায়ে হিপ হপ স্টাইলে গেয়েছেন কামারহাটির বিধায়ক। “মদন একটু কালারফুল ছেলে”, বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই কথার উল্লেখও রয়েছে গানে।
গানের কথা ও সুর প্রীতম দে’র। আসন্ন উপ-নির্বাচনের কথা ভেবেই তা এখন তৈরি করা হয়েছে। কথায় আবার মাতঙ্গিনী হাজরার প্রসঙ্গও আনা হয়েছে। ৭৫তম স্বাধীনতা দিবসে লালকেল্লায় দাঁড়িয়ে স্বাধীনতাযুদ্ধে অংশগ্রহণকারী মহিলাদের স্মরণ করছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। ঝাঁসির রানি লক্ষ্মীবাঈ-সহ একাধিক মহিলা যোদ্ধাকে সম্মান জানান তিনি। বিভিন্ন রাজ্যের বীরাঙ্গনাদের নামের পাশাপাশি উচ্চারিত হয় তমলুকের মাতঙ্গিনী হাজরার নাম। কিন্তু তাঁকে বাংলার স্বাধীনতা যোদ্ধা হিসেবে পরিচয় দেওয়ার বদলে অসমের (Assam) বীরাঙ্গনা বলে দাবি করেন প্রধানমন্ত্রী। এতেই তীব্র বিতর্কের সৃষ্টি হয়। সেই প্রসঙ্গেই লেখা হয়েছে, “চিনি বা না চিনি, শি ইজ মাতঙ্গিনী।”
১২ ফেব্রুয়ারি প্রকাশ্যে এসেছিল মদন মিত্রর মিউজিক ভিডিও ‘ওহ লাভলি’। একুশের ভোটের আগে সেই গান বেশ জনপ্রিয় হয়েছিল। কিছুদিন আগেই মদন মিত্রকে নিয়ে বায়োপিক তৈরি করার কথা জানান পরিচালক রাজা চন্দ। শোনা গিয়েছে তাঁর ছবিতে মদন মিত্রর চরিত্রে অভিনয় করবেন শাশ্বত চট্টোপাধ্যায়। মদন মিত্রর আরেকটি বায়োপিক তৈরি করতে চলেছেন পরিচালক রাজর্ষি দে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.