Advertisement
Advertisement

Breaking News

Madan Mitra

মধুমিতার নতুন গাড়িতে মদন মিত্র! অভিনেত্রীর সঙ্গে কোথায় চললেন বিধায়ক?

মধুমিতাকে ধন্যবাদও জানিয়েছেন মদন মিত্র।

Madan mitra post a picture with Actress madhumita sarcar| Sangbda Pratidin
Published by: Akash Misra
  • Posted:April 3, 2023 7:49 pm
  • Updated:April 3, 2023 7:56 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিএমডব্লিউ চালাচ্ছেন মধুমিতা সরকার। পাশের সিটে বসে কামারহাটির বিধায়ক মদন মিত্র! আর ছবির ক্য়াপশনে লেখা ‘নতুন ড্রাইভার’। ব্য়াপারটা কী?

কাণ্ডটা হল, মদন মিত্র (Madan Mitra) তাঁর ইনস্টাগ্রাম পেজে একটি ছবি শেয়ার করেছেন। যেখানে দেখা গিয়েছে, মধুমিতার নতুন বিএমডব্লিউতে বসে রয়েছেন তিনি। আর মদন মিত্রকে পাশে পেয়ে আপ্লুত অভিনেত্রী।

Advertisement

[আরও পড়ুন: ‘বাবা সাহায্য করলে নামকরা গায়ক হতাম!’, বিস্ফোরক কুমার শানুর ছেলে জান কুমার]

টলিপাড়া ও টেলিপাড়ার সঙ্গে দারুণ সম্পর্ক মদন মিত্রর। নানা সময়েই অভিনেতা, অভিনেত্রীদের সঙ্গে দেখা যায় তাঁকে। আর এবার শুধু দেখা সাক্ষাৎ নয়, সোজা মধুমিতার গাড়িতে চড়ে বসলেন তিনি। এক সংবাদমাধ্যমকে মদন মিত্র জানিয়েছেন, ”নিজে তো চড়ি পুরনো অ্যাম্বাসাডরে, সেটিই সম্বল। আমার বরং শখ মিটল বিএমডব্লিউ চড়ার। সে জন্য মধুমিতাকে ধন্যবাদ দেব।”

[আরও পড়ুন: প্রতিবাদী ও প্রতিস্পর্ধী নাটক ‘ম্যাডি’, অভিনয়ে নজর কাড়লেন রাহুল বন্দ্যোপাধ্যায়]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement