Advertisement
Advertisement
Madan Mitra

মদন এবার পুলিশ কমিশনার! উর্দি গায়ে ছবি পোস্ট কামারহাটির বিধায়কের, ব্যাপারটা কী?

মদনের ছবি ভাইরাল।

Madan Mitra as police commissioner in Nusrat yash film Sentimental| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:January 20, 2024 1:05 pm
  • Updated:January 20, 2024 1:05 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি রঙিন। তিনি দামাল। কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। নেতার পাশাপাশি তাঁর নতুন নতুন অবতার দেখতে অভ্যস্ত তাঁর অনুরাগীরা। তবে এবার রীতিমতো চমকে দিলেন মদন মিত্র। উর্দি গায়ে পুলিশ কমিশনারের অবতারে ছবি পোস্ট করলেন মদন। সোশাল মিডিয়ায় মদনের এমন রূপ দেখে অনুরাগীদের মধ্যে হইচই। ব্যাপারটা কী?

গপ্পোটা হল, শুক্রবার মুক্তি পেয়েছে যশ ও নুসরতের প্রথম প্রযোজিত ছবি ‘সেন্টিমেন্টাল’। এই ছবিতেই পুলিশ কমিশনারের চরিত্রে দেখা গিয়েছে মদন মিত্র। সেই ছবির লুকই ইনস্টাগ্রামে শেয়ার করলেন তিনি।

Advertisement

[আরও পড়ুন: আবারও সেজে উঠছে নন্দন, এবার আন্তর্জাতিক উৎসব ছোটদের ছবি নিয়ে]

‘সেন্টিমেন্টাল’ যশ -নুসরতের প্রযোজনা সংস্থার প্রথম ছবি। সম্ভবত ছেলে ঈশানের নামেই প্রযোজনা সংস্থার নামকরণ করেছেন- YD Films Social। নতুন ইনিংসের শুরুয়াতেই অনুরাগীদের চমকে দিলেন তারকা দম্পতি। বাংলায় এটাই প্রথম ‘পুলিশ ব্রহ্মাণ্ড’। সিনেমার নাম ‘মেন্টাল’। মুখ্য ভূমিকায় স্বামী-স্ত্রী যশ-নুসরত। আজ্ঞে, যশকে এই ছবিতে এক পুলিশের ভূমিকায় দেখা যাবে। প্রযোজক-অভিনেতার ভাষায় বলতে হলে, “স্বভাবে নম্র হলেও মনের দিক থেকে অভিমানি। তবে শয়তানদের জন্য তিনি মেন্টাল।”

[আরও পড়ুন: বনলতার অতৃপ্ত আত্মার ইচ্ছেপূরণ কি হবে? ‘ভূতপরী’র ট্রেলারে চমক জয়া-ঋত্বিকের]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement