Advertisement
Advertisement
Maa Kaali

হুমকি, বিতর্ককে বুড়ো আঙুল! সাম্প্রদায়িক হিংসার আঁধারে ‘মা কালী’র টিজারে দুরন্ত রাইমা সেন

অকুতোভয় রাইমা! কী বলছেন সিনেমা নিয়ে?

Maa Kaali teaser: Raima Sen's film to shed light on partition's dark history
Published by: Sandipta Bhanja
  • Posted:July 5, 2024 1:11 pm
  • Updated:July 5, 2024 1:11 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: “প্রোপাগান্ডা ছবি! সুচিত্রা সেনের নাতনি হয়েও কেন রাজি হলেন?”, ভোটের মুখে সিনেমার পোস্টার প্রকাশ্যে আসার পর ক্রমাগত হুমকি পেয়েছিলেন। সন্দেশখালি ঘটনার জেরে পিছিয়ে যায় সিনেমার টিজার রিলিজের দিনও! শেষমেশ বিতর্ক, সমালোচনা পেরিয়ে মুক্তির আলো দেখতে চলেছে রাইমা সেনের (Raima Sen) ‘মা কালী’ (Maa Kaali)। তার প্রাক্কালেই পয়লা ঝলকে গল্পের ঝাঁজ বোঝালেন অভিনেত্রী।

First look motion poster of Raima Sen starrer Maa Kaali

Advertisement

ঐতিহাসিক প্রেক্ষাপট। ১৯৪৬ সালের ১৬ আগস্টের সাম্প্রদায়িক হিংসার প্রেক্ষাপটেই ছবির গল্প। যে দিনটি ইতিহাসের পাতায় ‘১৯৪৬ ক্যালকাটা কিলিংস’ নামে পরিচিত। বাস্তব ঘটনা নিয়ে তৈরি ছবির টিজার দেখলে গা শিউরে উঠবে! ধর্ম নিয়ে হানাহানি, সাম্প্রদায়িক হিংসার জেরে এক বাঙালি পরিবারের কী করুণ পরিণতি হয়েছিল? সেই গল্পকে কেন্দ্র করেই অবিভক্ত বাংলার অস্থির সময়কালে আলোকপাত করবে ‘মা কালী’।
এপ্রসঙ্গে রাইমা সেনের মন্তব্য, “এই সিনেমা দেখে কারও যদি খারাপ লাগে, তবে তাঁদের এটাও বুঝতে হবে যে, এমন ঘটনা বাস্তবেই ঘটেছে।” ‘মা কালী’র পোস্টার প্রকাশ্যে আসার পর মারাত্মক হুমকিফোনের উপদ্রবে ভুগেছিলেন অভিনেত্রী। এমনকী, তাঁর বাড়ির ল্যান্ডলাইন নম্বরে ফোন করে ক্রমাগত হুমকি ছোঁড়া হচ্ছিল। তিনি অভিযোগ জানিয়ে বলেছিলেন, “বাংলা-হিন্দি উভয় ভাষাতেই অশ্রাব্য শব্দে হুমকি দেওয়া হচ্ছে।” সেই ছবির টিজার রিলিজের পর অকুতোভয় রাইমা সেন। বলছেন, “সিনেমা নিয়ে বিতর্ক নতুন নয়। বাধা সব কাজেই আসে। কিন্তু ভয়কে জয় করেই এগিয়ে যেতে হবে।”

Advertisement

[আরও পড়ুন: আম্বানিদের বিয়েতে পারফর্মের জন্য রিহানার থেকেও বেশি দর হাঁকালেন জাস্টিন বিবার! কত কোটি?]

‘দ্য ভ্যাকসিন ওয়ার’-এর পর আবারও একটা হিন্দি ছবিতে রাইমা। ‘মা কালী’ পরিচালনা করেছেন, ‘কার্তিকেয় ২’ খ্যাত পরিচালক বিজয় ইয়েলাকান্তি। রাইমা সেনের পাশাপাশি দেখা যাবে অভিষেক সিংকেও। এই ছবির সঙ্গীত পরিচালনা করেছেন অনুরাগ হালদার এবং সিনেমাটোগ্রাফি করেছেন আচার্য ভেনু। আগামী আগস্ট মাসে ‘১৯৪৬ ক্যালকাটা কিলিংস’-এর ৭৮ তম বর্ষপূর্তিতে হিন্দি ও বাংলা দুই ভাষায় মুক্তি পাবে ছবিটি। নির্মাতাদের মন্তব্য, “ইতিহাসের অন্ধকারতম অধ্যায়গুলির উপর আলোকপাত করে মা কালী ভবিষ্যতের জন্য আশা জাগাবে।” 

[আরও পড়ুন: ‘আলি ফজল অসাধারণ’, ‘মির্জাপুর ৩’ রিভিউয়ে ‘গুডডু ভাইয়া’কে ফুলমার্কস স্ত্রী রিচার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ