Advertisement
Advertisement

Breaking News

LSD 2 Trailer

বিগ বস থেকে সেক্স স্ক্যান্ডেল, ‘LSD 2’র ট্রেলারে বেপরোয়া জীবনের গল্প

কবে মুক্তি পাচ্ছে ছবিটি?

LSD 2 Trailer digs into the deep, dark, Digital World
Published by: Suparna Majumder
  • Posted:April 13, 2024 5:07 pm
  • Updated:April 13, 2024 5:07 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গ্ল্যামারের দুরন্ত আকর্ষণ। লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইবের চক্রব্যূহ। এমন ফাঁদ, যাতে আটকে ছটফট করছে জীবন। মানুষ হয়ে উঠছে বেপরোয়া। এর পরিণতি কী? উত্তর খুঁজলেন পরিচালক দিবাকর বন্দ্যোপাধ্যায়। দর্শকের সামনে নিয়ে এলেন ‘লাভ সেক্স অউর ধোঁকা ২’র (LSD 2) ট্রেলার।

LSD-2-Trailer-1

Advertisement

২০১০ সালে মুক্তি পায় দিবাকর বন্দ্যোপাধ্যায়ের ছবি ‘লাভ সেক্স অউর ধোঁকা’। সেই ছবি হইচই ফেলে দিয়েছিল বক্স অফিসে। সমালোচনাও হয়েছিল প্রচুর। তবে এই ছবির হাত ধরে বলিউডে এক্সপেরিমেন্টাল ছবির একটা ঝড় শুরু হয়। বলিউড পায় রাজকুমার রাওয়ের মতো দুরন্ত অভিনেতাকে। এবারের স্টারকাস্টে একেবারে চমক দিলেন দিবাকর।

[আরও পড়ুন: সাহিত্য নিয়ে পড়তে দেয়নি পরিবার, অভিমানে হস্টেলের ভিতরেই আত্মহত্যা ইঞ্জিনিয়ারিং ছাত্রীর!]

ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়, মৌনী রায়, তুষার কাপুর, অনু মালিক, সোফি চৌধুরী। এই ছবির মাধ্যমেই বলিউডে পা রাখছেন সোশাল মিডিয়া সেনসেশন উরফি জাভেদ। আর রয়েছেন রূপান্তরিত অভিনেত্রী বণিতা রাজপুরোহিত। নির্মাতারা মনে করছেন, বণিতাই প্রথম রূপান্তরিত অভিনেত্রী যিনি কোনও হিন্দি সিনেমায় অন্যতম মুখ্য চরিত্রে অভিনয় করেছেন।

এপ্রিল মাসের ১৯ তারিখ মুক্তি পাবে ‘লাভ সেক্স অউর ধোঁকা ২’। এর আগে ছবি সম্পর্কে বলতে গিয়ে পরিচালক দিবাকর বলেন, “লাভ, সেক্স, ধোঁকার প্রথমভাগের মতো এই ছবিতেও জীবনের সত্য দিকটাকেই দেখানো হবে। যাকে আমরা মূলত ডার্ক পার্ট বলি, তাই উঠে আসবে এই ছবিতে। তাই প্রথম ভাগের মতো, এই দ্বিতীয়ভাগও বেশ সাহসী ছবি অনেকের কাছে।” ছবির জন্য সেন্সরের সার্টিফিকেট পেতে খুব বেশি পরিশ্রম করতে হয়নি বলেই জানান পরিচালক। কারণ, ‘এ’ সার্টিফিকেটের জন্যই আবেদন করেছিলেন তাঁরা। ফলে অল্প কিছু পরিবর্তন করেই মুক্তির ছাড়পত্র পাওয়া গিয়েছে।

[আরও পড়ুন: ভোট প্রচারে সায়নীর হনুমান চালিশা পাঠ, ‘জয় বজরংবলী’, ভিডিও দেখে মন্তব্য নেটিজেনদের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement