সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রকৃতির রুদ্ররোষে হলিউড! জেমি লি কার্টিস, প্যারিস হিলটন, অ্যান্থনি হপকিনস, ম্যান্ডি মুরেরদের লস অ্যাঞ্জেলসের (Los Angeles Wildfire) বাড়ি দাবানলের গ্রাসে। ভয়াবহ পরিস্থিতিতে আতঙ্ক সর্বত্র। আগুনের লেলিহান শিখায় জ্বলতে থাকা ঘরবাড়ির ছবি শেয়ার করে একাধিক হলিউড তারকা সোশাল মিডিয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন। ইতিমধ্যেই জরুরী অবস্থা ঘোষণা করা হয়েছে সেখানে। প্রিয়াঙ্কা চোপড়ার (Priyanka Chopra) লস অ্যাঞ্জেলসের বাড়ির অনতিদূরের এহেন অগ্নিকাণ্ড ঘটেছে। বুধবার গভীর রাতে সেই ছবি শেয়ার করে উদ্বেগ প্রকাশ করেছেন দেশি গার্ল।
প্রিয়াঙ্কা চোপড়া নিজেও এখন আমেরিকাবাসী। বিগত কয়েক বছর ধরেই লস অ্যাঞ্জেলসে নিক জোনাসের সঙ্গে ঘরকন্না পেতেছেন তিনি। পাশাপাশি হলিউডেও তিনি বেশ পরিচিত মুখ। বুধবার রাতে তাঁর বেভারলি হিলসের বাংলো বাড়ির বারান্দা থেকে যে দৃশ্য ক্যামেরাবন্দি করলেন অভিনেত্রী, তা দেখে শিউড়ে উঠতে হয়! দাউদাউ করে জ্বলছে সর্বত্র। বিধ্বংসী দাবানলে ক্ষতিগ্রস্ত ক্যালিফোর্নিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করে একাধিক ইনস্টাগ্রাম স্টোরি শেয়ার করেছেন প্রিয়াঙ্কা। সেখানেই তাঁর প্রার্থনা, ‘রাতে যেন আমরা সকলে সুরক্ষিত থাকি।’ অভিনেত্রীর সংযোজন, “এই দাবানল রুখতে যাঁরা প্রথম থেকে লড়াই করছেন, তাঁদের কুর্নিশ। দিন রাত এক করে যাঁরা কাজ করে চলেছেন এবং ক্ষতিগ্রস্তদের পরিবারকে অনবরত সাহায্য করে চলেছেন, তাঁদের অসংখ্য ধন্যবাদ।”
আমজনতার পাশাপাশি দাবানলের রুদ্ররোষে পড়েছেন একাধিক হলিউডের তারকা। মার্কিন তারকা প্যারিস হিলটনের মালিবুর বাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে। অ্যাকাডেমি অ্যাওয়ার্ডজয়ী জেমি লি কার্টিসকেও বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে হয়েছে। অভিনেত্রী গায়িকা ম্যান্ডি মুরের বাড়িও পুড়ে গিয়েছে। পরিবারকে নিয়ে কোনওমতে রক্ষা পেয়েছেন তিনি। একাধিক মার্কিন তারকার সোশাল মিডিয়ায় চোখ রাখলেই দেখা যাচ্ছে ভয়াবহ দাবানলের ছবি।
জানা গিয়েছে, ক্যালিফোর্নিয়ার একাধিক শহরে ইতিমধ্যেই পুড়ে খাক হাজার খানেক বাড়ি। প্রকৃতির রুদ্ররোষে প্রাণ হারিয়েছেন ৫। ঘরছাড়া লক্ষাধিক। এখনও বিভিন্ন জায়গার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরানোর প্রক্রিয়া চলছে। জারি রয়েছে জরুরি অবস্থা। লস অ্যাঞ্জেলসের হলিউড হিলসও জ্বলছে আগুনের গ্রাসে। শোনা যাচ্ছে, বিখ্যাত ‘হলিউড’ লেখাটিও নাকি আগুনে পুড়েছে। একাধিক জায়গা থেকে এখনও পর্যন্ত ৭০ হাজার বাসিন্দা সরিয়ে নেওয়া হয়েছে। ইতিহাস বলছে, লস অ্যাঞ্জেলসে এটাই সবচেয়ে ভয়ংকর দাবানল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.