Advertisement
Advertisement

Breaking News

Los Angeles Wildfire

দাবানলে পুড়ে খাক প্যারিস হিলটন, জেমি লি কার্টিসের বাড়ি, জ্বলছে হলিউডও!

ক্যালিফোর্নিয়ার একাধিক শহরে ইতিমধ্যেই পুড়ে খাক হাজার খানেক বাড়ি।

Los Angeles Wildfire: Hollywood stars lost their homes due to Bushfires
Published by: Anwesha Adhikary
  • Posted:January 9, 2025 12:20 pm
  • Updated:January 9, 2025 3:32 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লস অ্যাঞ্জেলসের দাবানলে (Los Angeles Wildfire) পুড়ে ছাই হলিউড! বিখ্যাত অভিনেত্রী জেমি লি কার্টিস, প্যারিস হিলটনদের বাড়িও পড়েছে আগুনের গ্রাসে। আগুনের লেলিহান শিখায় জ্বলতে থাকা বাড়ির ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন তাঁরা। পুড়ে ছাই হয়ে গিয়েছে ক্যারি এলওয়েসের বাড়িও।

জানা গিয়েছে, ক্যালিফোর্নিয়ার একাধিক শহরে ইতিমধ্যেই পুড়ে খাক হাজার খানেক বাড়ি। প্রকৃতির রুদ্ররোষে প্রাণ হারিয়েছেন ৫। ঘরছাড়া লক্ষাধিক। এখনও বিভিন্ন জায়গার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরানোর প্রক্রিয়া চলছে। জারি রয়েছে জরুরি অবস্থা। লস অ্যাঞ্জেলসের হলিউড হিলসও জ্বলছে আগুনের গ্রাসে। শোনা যাচ্ছে, বিখ্যাত ‘হলিউড’ লেখাটিও নাকি আগুনে পুড়েছে। একাধিক জায়গা থেকে এখনও পর্যন্ত ৭০ হাজার বাসিন্দা সরিয়ে নেওয়া হয়েছে। ইতিহাস বলছে, লস অ্যাঞ্জেলসে এটাই সবচেয়ে ভয়ংকর দাবানল।

Advertisement

আমজনতার পাশাপাশি দাবানলের রুদ্ররোষে পড়েছেন হলিউডের তারকারাও। মার্কিন তারকা প্যারিস হিলটনের মালিবুর বাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে। অ্যাকাডেমি অ্যাওয়ার্ডজয়ী জেমি লি কার্টিসকেও বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে হয়েছে। অভিনেত্রী গায়িকা ম্যান্ডি মুরের বাড়িও পুড়ে গিয়েছে। পরিবারকে নিয়ে কোনওমতে রক্ষা পেয়েছেন তিনি। একাধিক মার্কিন তারকার সোশাল মিডিয়ায় চোখ রাখলেই দেখা যাচ্ছে ভয়াবহ দাবানলের ছবি। বিখ্যাত হলিউড সাইনে আগুন ধরে যাওয়ার ছবিও ভাইরাল হয়েছে। তবে স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, এই ছবিটি ভুয়ো। বিখ্যাত সাইন এখনও অক্ষত রয়েছে। 

উল্লেখ্য, মঙ্গলবার সান্টা মনিকা ও মালিবুর মধ্যবর্তী অন্তত ১২৬২ একর জমি দাবানলে জ্বলতে শুরু করে। শুকনো আবহাওয়ায় প্রবল হাওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। বুধবার বিকালে লস অ্যাঞ্জেলসে গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সেখানে তিনি পুলিশ, দমকলবাহিনী ও উদ্ধারকারী দলের সঙ্গে দেখা করেন। ইতিমধ্যেই ক্যালিফোর্নিয়ায় বড়সড় বিপর্যয় ঘোষণা করা হয়েছে। সান্টা মনিকা ও মালিবু ছাড়াও আরও চার জায়গায় পৃথকভাবে তৈরি হয়েছে দাবনল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement