Advertisement
Advertisement
Salman Khan

সলমনকে খুন করতে চান ডাক্তারি পড়ুয়া! লন্ডন থেকে ই-মেলে এল হুমকি চিঠি

অভিযুক্ত যুবকের বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করেছে মুম্বই পুলিশ।

Lookout Notice Issued Against Accused In Salman Khan Death Threat Case| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:May 9, 2023 3:44 pm
  • Updated:May 9, 2023 4:41 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের প্রাণনাশের হুমকি পেলেন সলমন খান। এবার সলমনকে প্রাণনাশের হুমকি দিলেন ডাক্তারি পড়ুয়া এক যুবক। খবর অনুযায়ী, ইমেল মারফৎ ভাইজানকে প্রাণনাশের হুমকি দিয়েছে যুবক। জানা গিয়েছে, এই যুবক ইংল্যান্ডে ডাক্তারি পড়েন। ইতিমধ্য়েই এই যুবকের বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করেছে মুম্বই পুলিশ। যুবককে ভারতে ফিরিয়ে আনার আইনি প্রক্রিয়া চালানো হচ্ছে।

সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, এই যুবকই নাকি মার্চ মাসে গোল্ডি ব্রারের নাম করে সলমনকে হুমকি ইমেল পাঠিয়েছিলেন।

Advertisement

[আরও পড়ুন: ‘এত কল্পনাও করিনি’, ‘দ্য কেরালা স্টোরি’র সাফল্যে আবেগে ভাসছেন অভিনেত্রী আদা]

একের পর এক প্রাণনাশের হুমকি। ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা নিয়ে তাই চলতে হয় পর্দার দামাল নায়ককে। সদ্যই মুক্তি পেয়েছে ‘কিসি কা ভাই, কিসি কি জান’। শাহরুখের ‘পাঠান’ ছবির সামনে একেবারেই মুখ থুবড়ে পড়েছে সেই ছবি। দেশ-বিদেশ মিলিয়ে ১০০ কোটি তুলতেই ফুরিয়েছে দম। তবু সেই ব্যর্থতার চেয়েও এই মুহূর্তে ভাইজানের মাথাব্যথা অনেক বেশি সারাক্ষণ বন্দুকের ঘেরাটোপে থাকা নিয়ে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই নিয়ে মুখ খুলেছেন তিনি। জানিয়েছেন, এভাবে প্রতি মুহূর্তে নিরাপত্তা নিয়ে চলা ও প্রাণনাশের হুমকির টেনশনের মোকাবিলা করাটা অভিজ্ঞতা ঠিক কেমন।

এক টিভি চ্যানেলের অনুষ্ঠানে এসেছিলেন সলমন (Salman Khan)। সেখানে তাঁকে বলতে শোনা যায়, ”নিরাপত্তাহীনতার থেকে নিরাপত্তা অনেক ভাল। হ্যাঁ, নিরাপত্তা রয়েছে। এখন আর একটা বাইসাইকেল নিয়ে রাস্তায় যাওয়া কিংবা একা একা কোথায় যাওয়া সম্ভব নয়। তার চেয়েও বড় কথা, আজকাল আমি ট্র্যাফিকে থামলেই চারপাশে নিরাপত্তা এত বেশি থাকে, অন্য মানুষদের অসুবিধা হয়। সবাই আমার দিকে তাকায়। আর আমার বেচারি ফ্যানেরা! খুব গুরুতর হুমকি বলেই এত বেশি নিরাপত্তা।”

[আরও পড়ুন: কুন্তলের চিঠিতে অভিষেকের নাম, তদন্তে TMC সাংসদকে সহযোগিতার পরামর্শ হাই কোর্টের]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement