Advertisement
Advertisement

Breaking News

Lookback 2023

মনে প্রেম, মুখে বন্ধুত্ব, এ বছরে কারা বললেন, ‘উই আর জাস্ট ফ্রেন্ডস!’

এদের স্টেটাস সিঙ্গল হলেও, এরা মোটেই একা নন। 

Lookback 2023: Couple who doesn't express their love in Public| Sangbad Pratidin

এদের স্টেটাস সিঙ্গল হলেও, এরা মোটেই একা নন। 

Published by: Akash Misra
  • Posted:December 30, 2023 2:20 pm
  • Updated:December 30, 2023 2:20 pm  

এরা প্রেম গুঞ্জনে রয়েছেন। ডেট করেন। একসঙ্গে ছবিও পোস্ট করেন। একে অপরকে আদুরে বার্তাও পাঠান। কিন্তু তাঁদের প্রেম থাকে গোপনে। বরং প্রকাশ্যে….’ শুধুই বন্ধু!’ বলিউড-টলিউডের অন্দরে এরকম জুটি বহু। যাঁদের প্রেমের খবর নিয়ে সবসময় বাজার গরম। কিন্তু প্রকাশ্য়ে এদের সম্পর্ক ঠান্ডা কুলফি! এরকমই কিছু জুটিরা এবছর নজর কেড়েছেন। যাঁদের স্টেটাস সিঙ্গল হলেও, যাঁরা মোটেই একা নন। 

সোহিনী-শোভন

Advertisement

টলিউডে কান পাতলেই শোনা যায়, সঙ্গীতশিল্পী শোভন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে অভিনেত্রী সোহিনী সরকারের প্রেমের খবর। এদিকে সোহিনীর সঙ্গে রণজয় বিষ্ণুর সম্পর্ক ভেঙেছে। অন্যদিকে শোভনকে ছেড়েছেন স্বস্তিকা দত্ত। দুজনেই ছিলেন একা এবং ফাঁকা। দুম করে সোশাল মিডিয়ায় এদের প্রেমের ইস্তেহার নজর কাড়ে। কিন্তু এই সম্পর্ক নিয়ে প্রকাশ্যে দুজনেরই মুখে কুলুপ। সূত্র বলছে, নতুন বছরেই নাকি এ জুটি খুল্লমখুল্লা তাঁদের এই প্রেমের পতাকা ওড়াবেন!

shovan ganguly Post with Sohini Sarkar Goes Viral
শোভন-সোহিনী। ছবি- ইনস্টাগ্রাম

সৌরসেনী- নিখিল
নুসরত জাহানের প্রাক্তন স্বামী ব্যবসায়ী নিখিল জৈনের পোশাক কোম্পানির জন্য বিজ্ঞাপন করেছেন অভিনেত্রী সৌরসেনী। এই বিজ্ঞাপনের শুটিংয়ে শহরও ছেড়েছিলেন দুজনে। শোনা যায়,  সেখানেই নাকি দুজনের মন দেওয়া-নেওয়া। শুটিংয়ের ফাঁকে প্রেম প্রেম ভাব। এরপর জুটিকে নানা সময়, নানা জায়গায় দেখেছেন পাপারাজ্জিরা। টুকটাক উঠেছেও ছবি। ইডেনে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচও একসঙ্গে দেখেছিলেন নিখিল ও সৌরসেনী। তখন থেকেই এই প্রেমের গুঞ্জন আরও দানা বাঁধে। তবে এই প্রেমের পরিণতি কি? নিখিলও চুপ। সৌরসেনীও! 

Nikhil-Sauraseni
নিখিল-সৌরসেনী। ছবি- ইনস্টাগ্রাম

 

[আরও পড়ুন: ইডেনে বিরাট বাহিনীর ম্যাচ দেখতে ব্যস্ত দেব, এদিকে মুম্বইতে জিতের সঙ্গে রুক্মিণী!]

সুহানা-আগস্ত্যা
একজন শাহরুখকন্যা, তো আরেকজন বিগ বির নাতি। একেই বলে হয়তো স্টারযোটক! সুহানা খান ও আগস্ত্যা নন্দা। দুজনে আবার একসঙ্গে ডেবিউও করেছেন জোয়া আখতারের ‘দ্য আর্চিস’ ছবিতে। সেখানেও ছিলেন জুটিতে। তবে শুধু সিনেপর্দায় নয়। আগস্ত্যা ও সুহানার নাকি প্রেম প্রেম বাতিক শুরু বহু আগে থেকেই। বেশ কয়েকবছর ধরেই নাকি দুজনে ডেট করছেন। এমনকী, এবারের দিওয়ালি বচ্চন পরিবারের সঙ্গেই কাটিয়েছেন সুহানা। তাহলে কী শাহরুখকন্যাই হবেন অমিতাভের নাতবউ! গুঞ্জন ছড়ালেও, এ ব্যাপারে স্পিকটি নট দুই স্টারকিড।

আগস্ত্যা নন্দা ও সুহানা খান। ছবি- ইনস্টাগ্রাম

অনন্যা-আদিত্য
‘ইয়ে আশিকি রং লায়েগি!’ ‘কফি উইথ করণে’ এসে, করণ জোহরের প্রশ্নে অনন্যাকে নিয়ে সোজা এমনই কথা জানিয়ে ছিলেন আদিত্য রায় কাপুর। তবুও স্পষ্ট স্বীকার করেননি অনন্যার প্রতি তাঁর বেকাবু প্রেমের কথা। এদিকে নেটদুনিয়ায় সার্চ করুন, একডজন ভিডিও পাবেন আদিত্য ও অনন্যার একান্ত সময় কাটানোর। অন্যদিকে, অনন্যাও নতুন বাড়ি কিনেছেন। লিভ ইন করার জন্য একেবারে তৈরি। শোনা যাচ্ছে, আদিত্যর সম্পর্কে বাড়িতেও জানিয়েছেন নাকি তিনি। বাবা চাঙ্কি পাণ্ডেও মেনে নিয়েছেন মেয়ের পছন্দকে। কিন্তু দেখুন, প্রেমের কথা জিজ্ঞেস করলেই অনন্যা বলে বসেন, ‘প্রেমিক নয়, আমরা শুধুই বন্ধু।’

Ananya Panday wears rumored boyfriend Aditya Roy Kapur named T-Shirt! see video
আদিত্য-অনন্যা। ছবি- ফাইল ছবি

সারা-শুভমান

শচীনকন্যা সারা, দারুণ হিট সোশাল মিডিয়ায়। শোনা যাচ্ছে, অভিনয় জগতেও নাকি খুব শীঘ্রই পা রাখবেন। তবে তার আগেই সারা তেন্ডুলকর টক অফ টাউন। সৌজন্য়ে ক্রিকেটার শুভমান গিল। গুঞ্জনে রয়েছে সারা নাকি মন দিয়েছেন শুভমানকে। তবে শুধু সারা নন, প্রেমের আগুন জ্বলেছে শুভমানের মনেও। বাইশগজে যখন ঝড় তোলেন শুভমান, তখন শচীনের পাশে বসে মিষ্টি হাসি সারার মুখে। প্রকাশ্যেই যেন শুভমান-সারার প্রেমকাব্যর ট্রেলার। শুভমান অনুরাগীরা তো ইতিমধ্যেই সারাকে বউদি ডাকতে শুরু করেছেন। ঠিক এই সময়ই শুভমানের প্রেমের কপালে নাম বিভ্রাট! সারা তেন্ডুলকর শুধু নয়, শুভমানের নাম জুড়ে যায় অভিনেত্রী সারা আলি খানের সঙ্গেও। এমনকী, সইফকন্যা সারার সঙ্গেও, শুভমানকে এদিকওদিক ঘুরে বেরিয়েছেন। তবে কফি উইথ করণে এসে সারা স্পষ্ট জানিয়ে ছিলেন, শুভমানের সারা, তিনি নন! দুই সারাকে নিয়ে প্রেম গুঞ্জনে দিব্যি রয়েছেন শুভমান। কিন্তু প্রকাশ্য়ে তাঁরা শুধুই বন্ধু… ওই যে বলে না, উই আর জাস্ট ফ্রেন্ডস!

Special message by Sara Tendulkar and Shubman Gill after India loses the World Cup Final
শুভমান গিল ও সারা তেন্ডুলকর। ছবি- ফাইল চিত্র

[আরও পড়ুন: ইডেনে বিরাট বাহিনীর ম্যাচ দেখতে ব্যস্ত দেব, এদিকে মুম্বইতে জিতের সঙ্গে রুক্মিণী!]

 

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement