Advertisement
Advertisement

Breaking News

Jawan London Cinema Hall

উফ ‘জওয়ান’ কী কঠিন! শেষ থেকে উলটো ছবি দেখে লন্ডনবাসীর মাথায় হাত

দর্শকদের টিকিটের টাকা ফেরত দিতে বাধ্য হয়েছে সিনেমা হল কর্তৃপক্ষ।

London Theatre Accidentally Played 'Jawan' Second-half First| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:September 16, 2023 2:12 pm
  • Updated:September 16, 2023 2:19 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেখুন কাণ্ড! এমনটাও হয় নাকি আবার? ছবির দ্বিতীয়ার্ধ আগে, প্রথমার্ধ পরে! হ্য়াঁ, এমনটাই ঘটেছে লন্ডনের এক সিনেমা হলে।

ব্য়াপারটা একটু বিশদে বলা যাক বরং। শাহরুখের জওয়ান ঝড়ে আক্রান্ত গোটা দুনিয়া। লন্ডনও তার ব্যতিক্রম নয়। কিন্ত লন্ডনের এক সিনেমা হলে যা ঘটল তা কিন্তু অবাক করার মতো।

Advertisement

সিনেমা হল পুরো হাউসফুল। পর্পকর্ন, কফি হাতে সিনেমা হলের আসনে বসে, জওয়ান শুরু হওয়ার জন্য। সময়মতো হলের আলো নিভল। শুরু হল ‘জওয়ান’। কিন্তু একি, শুরুতেই ক্লাইম্যাক্স! ছবি এগোতে শুরু করল। কিন্তু গল্পের খেই ধরতে পারল না দর্শক। হঠাৎই হল জুড়ে চিল চিৎকার। জানা গেল, ভুল করে চালানো হয়েছে ছবির দ্বিতীয়ার্ধ। গোটা হলে হাসির রোল। কিন্ত ততক্ষণে ছবি শেষ।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Makeup by Sahar Rashid (@makeupbysaharrashid)

[আরও পড়ুন: আবির, মিমির সঙ্গে প্রথমবার স্ক্রিন শেয়ার সত্যম ভট্টাচার্যের, কেমন ছিল ‘রক্তবীজ’ ছবির শুটিংয়ের অভিজ্ঞতা?]

জানা গিয়েছে, দর্শকদের টাকা ফেরত দিয়েছে সিনেমা হল। এমনকী, লিখিত ক্ষমাও চাওয়া হয়েছে সিনেমা হলের তরফ থেকে।

প্রসঙ্গত, গগনচুম্বী সাফল্যের জন্য শুক্রবার মুম্বইয়ের যশ রাজ স্টুডিওতে আয়োজিত পার্টিতে নতুন লুকে বাজিমাত করলেন কিং খান। বাদশার হেয়ারস্টাইল, পোশাকের উর্ধ্বে গিয়েও নজর কাড়ল তাঁর ‘ক্যারিশ্মেটিক নেচার’। মঞ্চে যখন শাহরুখের হাতে মাইক, তখন দর্শকাসনে বসে থাকা সকলে মন্ত্রমুগ্ধের মতো ‘হা’ করে তাকিয়ে রয়েছেন শাহরুখের দিকে।

এদিনের অনুষ্ঠানে হাজির ‘জওয়ান’-এর গোটা টিম। ‘সাফল্যের ওয়াইনে’ চুমুক দিয়ে বাঁধভাঙা উচ্ছ্বাসে মাতলেন সকলে। তবে আসেননি নয়নতারা। এরপর ‘লাকিচার্ম’ দীপিকা পাড়ুকোনকে (Deepika Padukone) নিয়ে সোজা চলে গেলেন মঞ্চে। ‘জওয়ান’-এর ‘ছলেয়া’ (Chaleya) গানে দুই তারকার সুপারহিট পারফরম্যান্সের সাক্ষী রইলেন সকলে। মুহূর্তে বদলে গেল চারপাশের পরিবেশ। হাততালি, সিটির আওয়াজে কান পাতা দায়! আর সেই ভিডিও বর্তমানে নেটপাড়ায় আগুন লাগিয়ে দিয়েছে। মিউজিক ডিরেক্টর অনিরুদ্ধর কণ্ঠে শোনা গেল ‘জিন্দা বান্দা’ গানটিও।

[আরও পড়ুন: বাংলাদেশে শুটিং করতে গিয়ে হয়রানির শিকার সায়ন্তিকা! ফিরে এলেন কলকাতায়, কী ঘটেছিল?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement