Advertisement
Advertisement
Lokkhi Chhele

‘লক্ষ্মীছেলে’ মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্মে, আবেগাপ্লুত চূর্ণী গঙ্গোপাধ্যায়

কবে, কোথায় দেখতে পাবেন 'লক্ষ্মীছেলে'? জানুন।

Lokkhi Chhele to release on SonyLiv, Churni Ganguly is happy | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:September 4, 2023 5:52 pm
  • Updated:September 4, 2023 5:52 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২২ সালের আগস্ট মাসে মুক্তি পেয়েছিল ‘লক্ষ্মীছেলে’। উইন্ডোজ প্রযোজিত যে ছবিতে প্রথমবার ছেলে উজান গঙ্গোপাধ্য়ায়কে পরিচালনা করেছেন কৌশিক গঙ্গোপাধ্যায়। মানবতাকে বিরিয়ে দেওয়া কুসংস্কারাচ্ছন্ন সমাজে মেরুদণ্ড সোজা রাখার পরিণতি যে কী হতে পারে? ‘লক্ষ্মীছেলে’ ছবিতে সেটাই দেখিয়েছিলেন কৌশিক। প্রেক্ষাগৃহে সেই ছবি যদি গতবছর না দেখার সুযোগ হয়ে থাকে তাহলে এবার আপনাদের জন্য সুখবর। কারণ ‘লক্ষ্মীছেলে’ মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্মে।

আগামী ৮ সেপ্টেম্বর SonyLiv-এ দেখানো হবে ‘লক্ষ্মীছেলে’। পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় দিন কয়েক আগেই সেই সুখবর দিয়েছিলেন। এবার টিমের তরফে চূর্ণী গঙ্গোপাধ্যায় জানালেন, “জাতীয়স্তরের একটা ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে, সত্যি খুব খুশির খবর। ‘লক্ষ্মীছেলে’ যখন রিলিজ করেছিল, তখন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমরা খুব ভাল রেসপন্স পেয়েছিলাম। তবে যাঁরা দেখতে পাননি, এবার তাঁদের আক্ষেপ আর থাকছে না। ঋত্বিকা, পূরব, উজান ওদের টিমটা যেভাবে খেটে কাজটা করেছিল, সেটা দেশের বিভিন্ন প্রান্তের দর্শকদের কাছে পৌঁছে যাক, এটাই আমি চাই।”

Advertisement

প্রথমবার টলিউডের গঙ্গোপাধ্যায় পরিবার একছবিতে কাজ করেছেন। যেখানে অনস্ক্রিন মা চূর্ণী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা গিয়েছে উজানকে, সেখানে ক্যামেরার নেপথ্য থেকে টিমের ক্যাপটেন ছিলেন কৌশিক গঙ্গোপাধ্যায়। আর সেই কাজ নতুন করে দর্শকদের জন্য ওটিটি প্ল্যাটফর্মে আসায় বেজায় খুশি চূর্ণী।

কী নিয়ে এই গল্প? হিঙ্গলগঞ্জে চার হাত-ওয়ালা মেয়ের জন্ম হতেই আশেপাশের গ্রামে শোরগোল পড়ে যায়। ছুঁৎমার্গের দোহাই দিয়ে যে বাড়ির দুয়ারে পা রাখা তো দূর অস্ত আশপাশ দিয়ে ঘেঁষতেন না গ্রামের বাবুরা। পাছে জাত চলে যায়! যে নিম্নবর্গীয় মানুষেরা নিজেদের জীবনকে অভিশাপ বলে মনে করা হত। সে ঘরেই চার হাত-ওয়ালা কন্যাসন্তানের জন্ম হতে জাতে উঠল তারা। নাম রাখা হল ‘লক্ষ্মী’। দাদু হল গ্রামের মাথা। আর গ্রামের প্রশাসনিক কর্তাব্যক্তিদের মুনাফা হয়ে উঠল লক্ষ্মী। ‘লক্ষ্মী’র আশীর্বাদ নিতে আসা আশপাশের গ্রামের পুণ্যার্থীদের টাকায় ফুলে-ফেঁপে উঠতে লাগল গ্রামের মোড়লের ক্যাশবাক্স। ভোটে জেতার চাবিকাঠিও ছিল এই ‘লক্ষ্মী’। তবে ভেস্তে যায় তিন জুনিয়র ডাক্তারের স্পর্ধার জন্য। চিকিৎসা করিয়ে তাঁরা বাঁচান লক্ষ্মীকে। যার ইনাম-স্বরূপ মেলে একরাশ ঘৃণা, কটুক্তি, এমনকী ভয়ঙ্কর পরিণাম। কারণ? সেই জুনিয়র ডাক্তারদের একজনের নাম আমির হুসেন। হিন্দু দেবীজ্ঞানে পুজো করা সেই কন্যাকে কোন সাহসে কোলে তুলে বাঁচান মুসলিম যুবক? সেই গল্পই এবার দেখুন সোনি সাইভ-এর পর্দায়।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement