Advertisement
Advertisement
Saayoni Ghosh

যাদবপুরে ভোট প্রচারের শেষে ক্লান্ত শরীরে গান ধরলেন সায়নী, দেখুন ভিডিও

যুবনেত্রীর এনার্জি দেখে কুর্নিশ নেটপাড়ার।

Lok Sabha Election 2024: TMC candidate Saayoni Ghosh sings after campaign

ছবি: ইনস্টাগ্রাম

Published by: Sandipta Bhanja
  • Posted:March 14, 2024 1:58 pm
  • Updated:March 14, 2024 2:46 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রার্থী ঘোষণার পর থেকে বিন্দুমাত্র সময় নষ্ট করেননি! জোরকদমে প্রচারের ময়দানে নেমে পড়েছেন সায়নী ঘোষ (Saayoni Ghosh)। কখনও দলীয় কর্মীদের সঙ্গে দেওয়াল লিখনে ব্যস্ত আবার কখনও বা প্রচারের ফাঁকে মোমো বানাতে দেখা গেল অভিনেত্রীকে। তবে শুধু ভোট প্রচারের মাঠেই নয়, তার পরও কিন্তু বেজায় সক্রিয় নেত্রী-অভিনেত্রী।

বুধবার দিনভর যাদবপুরে পায়ে পায়ে প্রচার করে এসে ক্লান্ত শরীরে গান ধরলেন সায়নী ঘোষ। পরনে শাড়ি। চোখেমুখে ক্লান্তির ছাপ। তবে মন চাঙ্গা রাখার দাওয়াই গান। ভিডিওতে দেখা গেল, গিটারের ছন্দে রবীন্দ্র সঙ্গীত গাইছেন তৃণমূলের তারকা প্রার্থী। আর সেই ক্যামেরাবন্দি মুহূর্তই এখন হু-হু করে ভাইরাল নেটপাড়ায়। গায়কী যেরকমই হোক না কেন, যুবনেত্রীর এনার্জি দেখে কুর্নিশ নেটপাড়ার। নিজেই শেয়ার করে লিখলেন- “দিনের শেষে… জয়গুরু।”

Advertisement

[আরও পড়ুন: প্রাক্তন কিরণকে পাশে নিয়েই জন্মদিন পালন আমির খানের, খাওয়ালেন কেকও, দেখুন ভিডিও]

যাদবপুর কেন্দ্রে লোকসভার তৃণমূল প্রার্থী যুবনেত্রী সায়নী ঘোষ (Saayoni Ghosh)। একুশের বিধানসভা ভোটে আসানসোলে মাটি কামড়ে পড়ে ছিলেন সায়নী ঘোষ। প্রচারের ময়দানে অভিনেত্রীর ‘স্ট্রিট স্মার্ট’ কেতাদুরস্ত নেত্রীসুলভ আচরণ কারও নজর এড়ায়নি। বিধানসভায় পরাস্ত হলেও দলীয় বিভিন্ন কর্মসূচিতে অভিনেত্রী কিন্তু রাজ্যের বিভিন্ন জায়গায় ছুটে বেরিয়েছেন। আর সেই প্রেক্ষিতেই যুবনেত্রীর মতো গুরুদায়িত্ব তাঁর হাতে সঁপে দিয়েছিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবার যাদবপুরের (Jadavpur) মতো ‘হেভিওয়েট’ কেন্দ্রে তৃণমূলের তুরুপের তাস সায়নী। নির্বাচনী প্রচারের ময়দানে আমজনতার মন জয় করতে কোনওরকম কসরত বাকি রাখছেন না সায়নী ঘোষ।

[আরও পড়ুন: চকোলেট কামড়াতেই পোকা! ‘দায়িত্ববান হোন’, জনপ্রিয় সংস্থার উপর মারাত্মক চটলেন সোহম]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement