Advertisement
Advertisement

Breaking News

Rachna Banerjee

‘দিদি নম্বর ১-ই থাকবে, ২ হবে না…’, ভোট দিয়ে বললেন রচনা

শনিবারই শাশুড়িকে হারিয়েছেন। দুপুরে ভোট দিতে বুথে রচনা বন্দ্যোপাধ্যায়।

Lok Sabha Election 2024: Didi Number One Rachna Banerjee casts vote
Published by: Sandipta Bhanja
  • Posted:June 1, 2024 5:46 pm
  • Updated:June 1, 2024 8:25 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সপ্তম দফা ভোটের(Lok Sabha Election 2024) দিনই সকালে তৃণমূলের তারকা প্রার্থী তথা অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়ের (Rachna Banerjee) পরিবারে আছড়ে পড়েছে দুঃসংবাদ। প্রয়াত শাশুড়ি। আর সেই শোক বুকে আগলেই শনিবার দুপুরে বুথে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে হাজির রচনা। সেখানেই বাংলা টেলিদর্শকদের প্রিয় ‘দিদি নম্বর ওয়ান’-এর কথায় আত্মবিশ্বাস ঝরে পড়ল।

ভোটকেন্দ্রে প্রিয় ‘দিদি’ রচনা বন্দ্যোপাধ্যায়কে দেখে ভোটাররাও উচ্ছ্বসিত। কুশল-মঙ্গল বিনিময়ের মাঝেই এক মহিলা অনুরাগীর মন্তব্য, “দিদি নম্বর ওয়ান যেন দুই না হয় দিদি…।” একথা শুনেই হাসিমুখে ক্যামেরার সামনে রচনা বললেন, “‘দিদি নম্বর ওয়ান’ দুই কখনও হবে না এক নম্বরেই থাকবে। এটাই তো মানুষের ভালোবাসা। প্রাধান্যটা যেন ‘দিদি নম্বর ওয়ান’কে দেওয়া হয়। ওটাই বলতে চাইলেন উনি।” চব্বিশের লোকসভা ভোটে হুগলি কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে লড়ছেন রচনা বন্দ্যোপাধ্যায়। প্রথমবার ভোটের ময়দানে নামলেও তারকাপ্রার্থীর মন্তব্যের জেরে সোশাল মিডিয়া বারবার সরগরম হয়েছে। এদিন তাঁর আবাসন আরবানার কাছেই একটি স্কুলে দুপুর নাগাদ ভোটদান করলেন তিনি। তার আগেই শাশুড়ির মৃত্যুর খবর। রচনার আক্ষেপ, নির্বাচনের ফলাফল দেখে যেতে পারলেন না তাঁর শাশুড়ি মা।

Advertisement

[আরও পড়ুন: বয়স্ক ব্যক্তিকে আগলে রেখে ভোট দেওয়ালেন মিমি, পুলিশ ডেকে বিশেষ ব্যবস্থা অভিনেত্রীর]

কখনও হুগলির কারখানার ধোঁয়া আবার কখনও বা দইয়ের প্রশংসা করে ট্রোল-মিমের শিকার হয়েছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়। তবু ইন্ডাস্ট্রির এককালের সতীর্থ লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে হুগলির কঠিন পিচে তাঁর ব্লকবাস্টার প্রচার নজর কেড়েছে। ভোট দিয়ে বুথ থেকে বেরনোর সময়ে অভিনেত্রী বললেন, “সকালবেলার দিকটা আসলে প্রচুর লাইন থাকে। তাই দুপুরবেলা এসেছি ভোট দিতে।”

[আরও পড়ুন: ‘৪ তারিখ গরমের দাপট কমবে’, বুথ থেকে বেরিয়ে ভোট-আবহাওয়ার খবর দিলেন দেব]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement