Advertisement
Advertisement
Upcoming Web Release

জুলাইয়ের শেষ ১০ দিনে ওয়েব দুনিয়ায় মুক্তি পাচ্ছে একগুচ্ছ সিনেমা ও সিরিজ, রইল তালিকা

দেখে শুনে নিজের পছন্দ বেছে রাখুন।

List of Important web release in of July 2021 | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:July 18, 2021 4:34 pm
  • Updated:July 21, 2021 2:21 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিনেমা হলের দরজা বন্ধ। প্রয়োজন না হলে অতিমারী (Pandemic) আবহে বাইরে বের হওয়া উচিত নয়। এমন পরিস্থিতিতে বিনোদনের অন্যতম মাধ্যম OTT প্ল্যাটফর্ম। জুলাইয়ের যে ক’টা দিন বাকি রয়েছে, তাতেও একগুচ্ছ সিনেমা ও সিরিজ মুক্তির অপেক্ষায় রয়েছে।

সপ্তাহের শুরুতেই আমাজন প্রাইম ভিডিওয় (Amazon Prime Video) মুক্তি পাচ্ছে ভেঙ্কটেশ অভিনীত তেলুগু অ্যাকশন ড্রামা ‘নারাপ্পা’ (Narappa)। তামিল ছবি ‘আসুরাণ’-এর রিমেক এটি। ছবিতে নাম ভূমিকাতেই অভিনয় করেছেন ভেঙ্কটেশ। তাঁর স্ত্রীর ভূমিকায় রয়েছেন ‘দ্য ফ্যামিলি ম্যান’ খ্যাত প্রিয়মণি।

Advertisement

‘নারাপ্পা’র পরদিনই আমাজনে মুক্তি পাচ্ছে কন্নড় রোমান্টিক কমেডি ‘ইক্কত’ (Ikkat)। এ ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন নাগাভূষণ এন এস, ভূমিকা শেট্টি ও সুন্দর ভিনা।

পিরিয়ড স্পোর্টস ড্রামা ‘সারপাট্টা পরমবড়াই’ (Sarpatta Parambarai) ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন তামিল তারকা আর্য (Arya)। কাবিলান নামের বক্সারের চরিত্রে অভিনয় করার জন্য পেশিবহুল চেহারা তৈরি করেছেন তিনি। ২২ জুলাই আমাজন প্রাইমে মুক্তি পাবে ছবিটি।

বাংলার দর্শকদের জন্য ২৩ জুলাই থাকছে রহস্যের হাতছানি। হইচই (Hoichoi) প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে অঞ্জন দত্ত পরিচালিত ‘মার্ডার ইন দ্য হিলস’ (Murder In The Hills)। সিরিজে অঞ্জন দত্তও অভিনয় করেছেন। এছাড়া মুখ্য ভূমিকায় রয়েছেন অর্জুন চক্রবর্তী, রাজদীপ গুপ্ত, সন্দীপ্তা সেন, সুপ্রভাত দাস, অনিন্দিতা বসু, সৌরভ চক্রবর্তী, রজত গঙ্গোপাধ্যায়।

[আরও পড়ুন: দিনক্ষণ স্থির, রেড ভলান্টিয়ার শশাঙ্কর সঙ্গে ডেটিংয়ে যাচ্ছেন শ্রীলেখা]

২৩ জুলাই Zee5 প্ল্যাটফর্মে মুক্তি পাবে ‘১৪ ফেরে’ (14 Phere)। সোশ্যাল কমেডি এই ছবিতে সঞ্জয় লাল সিংয়ের চরিত্রে অভিনয় করেছেন বিক্রান্ত মাসে (Vikrant Massey)। তার বিপরীতে অদিতির ভূমিকায় রয়েছেন কৃতী খরবন্দা (Kriti Kharbanda)। ছবিতে বিয়ে নিয়েই ঘটে যাবতীয় কাণ্ডকারখানা।

একই দিনে নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে ‘ফিলস লাইক ইশক’ (Feels Like Ishq)। ছোট ছোট গল্পের মাধ্যমে ভালবাসার নানা রূপ প্রতিফলিত হয়েছে এই সিরিজে। রোহিত শরাফ, রাধিকা মদন, নীরজ মাধবের মতো একগুচ্ছ অভিনেতা রয়েছেন।

ডিজনি প্লাস হটস্টারে (Disney Plus Hotstar) আবার ২৩ জুলাই মুক্তি পাচ্ছে প্রিয়দর্শনের ‘হাঙ্গামা ২’ (Hungama 2)। আউট অ্যান্ড আউট এই কমেডিতে পরেশ রাওয়াল, শিল্পা শেট্টি অভিজ্ঞ তারকা যেমন রয়েছেন তেমনই রয়েছেন মীজান জাফ্রি ও প্রণিতা সুভাষের মতো তরুণ অভিনেতা-অভিনেত্রী।

এছাড়াও রয়েছে ‘দ্য লাস্ট লেটার ফ্রম ইওর লাভার’ (Netflix), ‘স্কাই রোজো সিজন ২’ (নেটফ্লিক্স), ‘টেড ল্যাসো সিজন ২’ (অ্যাপেল টিভি), ‘হোটেল ডেজ সিজন ২’ (আমাজন প্রাইম)।

২৪ জুলাইয়ে মুক্তি পাচ্ছে বিদ্যা বালানের ‘নটখট’ (Voot), লিহাফ (Voot), হিরো (Zee5)।
৩০ জুলাই নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে কৃতি স্যানন (Kriti Sanon), পঙ্কজ ত্রিপাঠি (Pankaj Tripathi) অভিনীত ‘মিমি’। সারোগেসির প্রেক্ষাপটে ছবির গল্প সাজিয়েছেন পরিচালক লক্ষ্মণ উটেকর।

[আরও পড়ুন: ছোটপর্দায় ফিরতে চলেছে CID! কী জানালেন সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ?]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement