Advertisement
Advertisement

Breaking News

Soumitra Chatterjee

সৌমিত্রের প্রয়াণের সাড়ে চার মাস পরেই প্রয়াত স্ত্রী দীপা চট্টোপাধ্যায়

দীর্ঘদিন ধরেই ডায়াবেটিসে ভুগছিলেন তিনি।

Legendary actor Soumitra Chatterjee's wife Deepa Chatterjee passed away । Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:April 4, 2021 10:57 am
  • Updated:April 4, 2021 12:44 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যবধান সাড়ে চার মাসের। গত বছরের নভেম্বরে চলে গিয়েছিলেন বাঙালির এক অন্যতম সাংস্কৃতিক আইকন কিংবদন্তি সৌমিত্র চট্টোপাধ্যায় (Soumitra Chatterjee)। এবার প্রয়াত হলেন তাঁর স্ত্রী দীপা চট্টোপাধ্যায় (Deepa Chatterjee)। শনিবার রাত ২.৫৫ মিনিটে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৮৩ বছর। রেখে গেলেন ছেলে সৌগত চট্টোপাধ্যায় ও কন্যা পৌলমী বসুকে।

দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। ভুগছিলেন ডায়াবেটিসে। সম্প্রতি যোগ হয় কিডনির সমস্যা। সাড়ে চার মাস আগে গত ১৫ নভেম্বর প্রয়াত হন সৌমিত্র। তাঁর পারিবারিক সূত্রে জানা যাচ্ছে, তারপর থেকেই যেন বাঁচার প্রতি আগ্রহ আরও ক্ষীণ হয়ে এসেছিল অশীতিপর দীপার। শনিবার মধ্যরাতে কিডনি বিকল হয়ে প্রয়াত হলেন সৌমিত্র-জায়া। প্রসঙ্গত, করোনায় আক্রান্ত হওয়ার পরে মাল্টিঅর্গ্যান ফেলিওর হয়ে গিয়েছিল সৌমিত্রর। সেই ধাক্কা আর সামলে উঠতে পারেনি শরীর। 

Advertisement

[আরও পড়ুন: ‘ফ্লাইওভারে’র রহস্য কি ভেদ করতে পারলেন সাংবাদিক কোয়েল? পড়ুন ফিল্ম রিভিউ]

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ফিলোজফিতে স্নাতক দীপা ছিলেন এক সময়ের খ্যাতিমান ব্যাডমিন্টন খেলোয়াড়ও। এই খেলায় বহুদিন বাংলার প্রতিনিধিত্ব করেছেন তিনি। সৌমিত্রর সঙ্গে দীপার চারহাত এক হয়েছিল ১৯৬০ সালের ১৮ এপ্রিল। প্রেম করেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন দু’জনে। তারপর প্রায় ছয় দশক একসঙ্গে থাকা। সেই জুটি ভেঙে গিয়েছিল গত নভেম্বরে। এবার সন্তানদের একা রেখে অমৃতলোকে পাড়ি দিলেন দীপাও। আত্মজনদের কাছে রয়ে গেল স্মৃতির ভাণ্ডার।

[আরও পড়ুন: পরকীয়া থেকে সমকামিতা, ‘অজীব দাস্তানস’ ছবির ট্রেলারে ৪ ভিন্ন স্বাদের সম্পর্কের গল্প]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement