ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার মধ্যমগ্রামে, আর শুক্রবার দমদমে। রূপম ইসলাম তথা ফসিলসের শোয়ে ফের বিশৃঙ্খলা। দমদম সঙ্গীতমেলায় রূপমের শো চলাকালীন অতিরিক্ত ভিড় হওয়ায় চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়। পরিস্থিতি সামলাতে রূপম ভক্তদের উপর লাঠিচার্জ করে পুলিশ, বলেও অভিযোগ। ফেসবুকে এক রূপমভক্ত ভিডিও শেয়ার করে গর্জে উঠেছেন।
শুক্রবার দমদম সঙ্গীত মেলায় ফসিলস ব্যান্ডের শো ছিল। প্রথম দিকে অনুষ্ঠান ছিল শান্তিপূর্ণই। তবে সময় এগোতেই বাঁধে গোল। প্রত্যক্ষদর্শীর দাবি, অতিরিক্ত ভিড় হওয়ায় গণ্ডগোলের সৃষ্টি হয়। অবরুদ্ধ হয়ে যায় দমদম রোড। যানজটের সৃষ্টি হয়। ভিড় ম্যানেজ করতে বেশ কয়েকবার লাঠিচার্জ করে পুলিশ, বলে অভিযোগ।
প্রসঙ্গত, মঙ্গলবার মধ্যমগ্রামে রূপমের শোয়ে বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ায় সময়ের আগেই অনুষ্ঠান থামিয়ে দিয়েছিলেন রূপম। ফেসবুকে শিল্পী লিখেছিলেন, ”গতকাল অনুষ্ঠান যে মাঝপথে বন্ধ হয়ে গেল, তার কারণ এই। ৬০০০ মানুষের যোগ্য মাঠে পুলিশের বক্তব্য ১১০০০ মানুষ জড়ো হন। বাইরে ছিলেন আরও ১০,০০০ জন। ওই রকম ছোট জায়গায় সবার জন্য উন্মুক্ত ফসিলস কনসার্ট আয়োজন করলে তা সবারই বিপদের কারণ হতে পারে। উদ্যোক্তাদের ভেবে দেখতে অনুরোধ করছি।” তবে দমদমের এই পরিস্থিতি নিয়ে এখনও মুখ খোলেননি শিল্পী।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.