Advertisement
Advertisement
Bihar

বিহারে দিনেদুপুরে গুলিবিদ্ধ সুশান্ত সিং রাজপুতের ভাই, অবস্থা আশঙ্কাজনক

শো-রুমে যাওয়ার সময় রাজকুমার এবং তাঁর সহযোগীকে গুলি করে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা।

Late actor Sushant Singh Rajput's cousin shot by armed assailants | Sangbad Pratidin
Published by: Abhisek Rakshit
  • Posted:January 30, 2021 8:08 pm
  • Updated:January 30, 2021 8:31 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের প্রশ্নের মুখে বিহারের (Bihar) আইনশৃঙ্খলা পরিস্থিতি। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, দিনেদুপুরে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের ছোঁড়া গুলিতে গুরুতর জখম হলেন প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) আত্মীয় রাজকুমার সিং এবং তাঁর এক সহযোগী। আহত দু’জনই আপাতত হাসপাতালে চিকিৎসাধীন, তবে তাঁদের অবস্থা আশঙ্কাজনক। অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

জানা গিয়েছে, গুরুতর আহত রাজকুমার সিং সম্পর্কে প্রয়াত বলিউড অভিনেতা সুশান্তের মামাতো ভাই। বিহারের সিরষা জেলার মাধেপুরে রাজকুমারের বাইকের শো-রুম। প্রত্যেকদিনের মতো শনিবারও আলি হাসান নামে নিজের এক সহযোগীকে নিয়ে সেই শো-রুমটিই খুলতেই যাচ্ছিলেন তিনি। কিন্তু বৈজন্তীপুর চকে অজ্ঞাতপরিচয় তিনজন দুষ্কৃতী তাঁদের পথ আটকায়। এরপরই রাজকুমার এবং আলিকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালিয়ে ঘটনাস্থল থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা।

Advertisement

[আরও পড়ুন: ওয়েব সিরিজের শুটিংয়ে কলকাতায় মল্লিকা শেরাওয়াত, গেলেন দক্ষিণেশ্বর মন্দির দর্শনে]

গুলির শব্দে ছুটে আসেন স্থানীয়রা। তাঁরাই দু’জনকে উদ্ধার করে নিয়ে যান স্থানীয় হাসপাতালে। সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তাঁরা। তবে চিকিৎসকরা জানিয়েছেন, দু’জনের অবস্থাই আশঙ্কাজনক। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ আধিকারিকরা। প্রত্যক্ষদর্শীদের সঙ্গেও কথা বলেন তাঁরা। কারা এই কাজ করেছে? কেনই বা আক্রমণ করা হল রাজকুমারকে? পুরনো কোনও ব্যক্তিগত শত্রুতা নাকি অন্য কোনও কারণে এই হামলা? তা জানতে ইতিমধ্যে তদন্তেও নেমেছে পুলিশ। তবে ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। জানা যায়নি ওই দুষ্কৃতীদের পরিচয়ও। প্রত্যেকেই পলাতক।

এদিকে, এই খবর সামনে আসতেই গোটা এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। দিনেদুপুরে এভাবে গুলি চালনার ঘটনা ঘটায় কেউ কেউ অবাক হয়েছেন। অনেকেই আবার দোষীদের গ্রেপ্তারির দাবিতে সরব হয়েছেন। পুলিশও দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। তা সত্ত্বেও দুশ্চিন্তার মেঘ সরছে না  আহতদের পরিবারের উপর থেকে। 

[আরও পড়ুন: এবার পুরুষ নিগ্রহের অভিযোগ রাখি সাওয়ান্তের বিরুদ্ধে, ভাইরাল ভিডিও দেখে ক্ষিপ্ত নেটিজেনরা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement