Advertisement
Advertisement
Lata Mangeshkar Health Update

Lata Mangeshkar: লতা মঙ্গেশকরের শারীরিক অবস্থা নিয়ে ভুয়ো খবর, তীব্র প্রতিক্রিয়া শিল্পীর মুখপাত্রর

এখনও ICU-তে চিকিৎসাধীন কিংবদন্তি শিল্পী।

Lata Mangeshkar's Spokesperson alleges False News Being Circulated | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:January 17, 2022 12:51 pm
  • Updated:January 20, 2022 5:33 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এখনও ICU-তে লতা মঙ্গেশকর (Lata Mangeshkar )। কিংবদন্তি সংগীতশিল্পীকে সারাক্ষণ পর্যবেক্ষণে রেখেছেন অভিজ্ঞ চিকিৎসকরা। এর মধ্যেই তাঁর সম্পর্কে ভুয়ো খবর ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। এতে বেজায় ক্ষুব্ধ শিল্পীর মুখপাত্র। তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন তিনি। 

Lata Mangeshkar

Advertisement

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সংবাদসংস্থা পিটিআইকে লতা মঙ্গেশকরের মুখপাত্র জানিয়েছেন, লতা মঙ্গেশকরেরর শারীরিক অবস্থা স্থিতিশীল। কিন্তু সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হচ্ছে, শিল্পীর শারীরিক অবস্থার অবনতি হয়েছে এবং তা বেশ সংকটজনক। এমন খবরেই ক্ষুব্ধ লতা মঙ্গেশকরের মুখপাত্র। এই ধরনের খবর যাতে না ছড়ানো হয়, সেই অনুরোধ জানিয়েছেন তিনি। পাশাপাশি কিংবদন্তি শিল্পীর দ্রুত আরোগ্য কামনা করার আবেদনও জানিয়েছেন তিনি। 

Tweet about Lata Mangeshkar

[আরও পড়ুন: করোনা পরিস্থিতিতে ফের শুরু টেলিফোনিক ক্লাস, ফোন করলেই মিলবে শিক্ষকদের পরামর্শ]

গত সপ্তাহে কিংবদন্তি সংগীতশিল্পীর করোনা (Coronavirus) আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসে। পরে জানা যায়, তার কিছুদিন আগেই হাসপাতালে ভরতি করা হয়েছিল তাঁকে। কোভিডের (COVID-19) পাশাপাশি নিউমোনিয়াও রয়েছে ৯২ বছরের শিল্পীর। সেই কারণেই তাঁকে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালের ICU-তে রেখে চিকিৎসা করা হচ্ছে।

কিংবদন্তি সংগীতশিল্পীকে আরও কিছুদিন ICU-তে থাকতে হবে। শারীরিক অবস্থা আগের মতোই রয়েছে। তেমন কোনও পরিবর্তন ঘটেনি। কিংবদন্তি সংগীতশিল্পীকে দেখার অনুমতি কাউকে দেওয়া হচ্ছে না। তাঁর শরীরিক অবস্থা সারাক্ষণ নজরে রাখা হয়েছে। রবিবার সংবাদসংস্থা এএনআইকে এমনটাই জানিয়েছেন চিকিৎসক প্রতীত সামদানি। 

Late Health Update

হাসপাতালে গিয়ে যে দিদি লতা মঙ্গেশকরকে দেখার অনুমতি পাননি, সেকথা জানিয়েছিলেন আশা ভোঁসলে। শিল্পীর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছিলেন তিনিও। এমন পরিস্থিতিতে পরিবারের প্রাইভেসির কথা মাথায় রেখেই সংবাদমাধ্যমকে খবর করার অনুরোধ জানিয়েছিলেন লতা মঙ্গেশকরের ভাইঝি রচনা। 

[আরও পড়ুন: Birju Maharaj Death: কত্থক সম্রাট বিরজু মহারাজের জীবনাবসান অপূরণীয় ক্ষতি, শোকপ্রকাশ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement