সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এখনও ICU-তে লতা মঙ্গেশকর (Lata Mangeshkar )। কিংবদন্তি সংগীতশিল্পীকে সারাক্ষণ পর্যবেক্ষণে রেখেছেন অভিজ্ঞ চিকিৎসকরা। এর মধ্যেই তাঁর সম্পর্কে ভুয়ো খবর ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। এতে বেজায় ক্ষুব্ধ শিল্পীর মুখপাত্র। তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন তিনি।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সংবাদসংস্থা পিটিআইকে লতা মঙ্গেশকরের মুখপাত্র জানিয়েছেন, লতা মঙ্গেশকরেরর শারীরিক অবস্থা স্থিতিশীল। কিন্তু সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হচ্ছে, শিল্পীর শারীরিক অবস্থার অবনতি হয়েছে এবং তা বেশ সংকটজনক। এমন খবরেই ক্ষুব্ধ লতা মঙ্গেশকরের মুখপাত্র। এই ধরনের খবর যাতে না ছড়ানো হয়, সেই অনুরোধ জানিয়েছেন তিনি। পাশাপাশি কিংবদন্তি শিল্পীর দ্রুত আরোগ্য কামনা করার আবেদনও জানিয়েছেন তিনি।
গত সপ্তাহে কিংবদন্তি সংগীতশিল্পীর করোনা (Coronavirus) আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসে। পরে জানা যায়, তার কিছুদিন আগেই হাসপাতালে ভরতি করা হয়েছিল তাঁকে। কোভিডের (COVID-19) পাশাপাশি নিউমোনিয়াও রয়েছে ৯২ বছরের শিল্পীর। সেই কারণেই তাঁকে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালের ICU-তে রেখে চিকিৎসা করা হচ্ছে।
কিংবদন্তি সংগীতশিল্পীকে আরও কিছুদিন ICU-তে থাকতে হবে। শারীরিক অবস্থা আগের মতোই রয়েছে। তেমন কোনও পরিবর্তন ঘটেনি। কিংবদন্তি সংগীতশিল্পীকে দেখার অনুমতি কাউকে দেওয়া হচ্ছে না। তাঁর শরীরিক অবস্থা সারাক্ষণ নজরে রাখা হয়েছে। রবিবার সংবাদসংস্থা এএনআইকে এমনটাই জানিয়েছেন চিকিৎসক প্রতীত সামদানি।
হাসপাতালে গিয়ে যে দিদি লতা মঙ্গেশকরকে দেখার অনুমতি পাননি, সেকথা জানিয়েছিলেন আশা ভোঁসলে। শিল্পীর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছিলেন তিনিও। এমন পরিস্থিতিতে পরিবারের প্রাইভেসির কথা মাথায় রেখেই সংবাদমাধ্যমকে খবর করার অনুরোধ জানিয়েছিলেন লতা মঙ্গেশকরের ভাইঝি রচনা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.