সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কৃষক আন্দোলন (Farmers Protest) নিয়ে টুইট করে নেটদুনিয়ার একাংশের রোষানলে সংগীতসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর (Lata Mangeshkar)। কেউ হতাশা জাহির করেছেন, কেউ আবার বর্ষীয়ান শিল্পীকে ব্যঙ্গ-বিদ্রুপ করেছেন।
কৃষক বিক্ষোভের সমর্থনে পোস্ট করেছিলেন মার্কিন পপ তারকা রিহানা (Rihanna), পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ ও প্রাক্তন পর্নস্টার মিয়া খালিফা। এর বিরুদ্ধেই সরব হয়েছিলেন লতা মঙ্গেশকর, শচীন তেণ্ডুলকর, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, রবি শাস্ত্রী, অক্ষয় কুমার, সুনীল শেট্টি, করণ জোহররা। ঐক্যবদ্ধ ভারতের কথা স্মরণ করিয়ে লতা মঙ্গেশকর লিখেছিলেন, ‘‘ভারত এক অপূর্ব দেশ। আমরা ভারতীয়রা মাথা উঁচু করে চলি। একজন গর্বিত ভারতবাসী হিসেবে আমার পূর্ণ বিশ্বাস, দেশের যে কোনও সমস্যা ও ইস্যুর সমাধান আমরা নিজেরাই করতে পারব দেশের মানুষের স্বার্থ মাথায় রেখে।’’
সংগীতসম্রাজ্ঞীর এই টুইট শেয়ার করেই টুইটারে রঙ্গ-রসিকতায় মেতেছেন অনেকে। কেউ লিখেছেন, “লতা দিদিকে কষ্ট করে টাইপও করতে হয়নি। যা বড় ভাই পাঠিয়েছিল, কপি করে দিয়েছেন।” কেউ আবার লিখেছেন, “ম্যাডাম কেন দেরিতে নিজের হোয়াটসঅ্যাপ চেক করলেন? ১ টাকা লেট ফি কাটা গেল।” এমনই টুইটে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়া।
Lata Didi ne to type karne ki bhi dikkat nhi ki, jaisa mota bhai ne bheja, chipka diya 😂😭
— Nimo Tai 2.0 (@Cryptic_Miind) February 3, 2021
Ma’am why did you check your WhatsApp late? 1₹ deducted for late fees
— پربھا ਪ੍ਰਬਾ (@deepsealioness) February 3, 2021
All my childhood role models, speaking for the Govt and not for the Nation.
😔— Dhananjayspeaks (@Dhananjayspeak1) February 3, 2021
এদিকে বলিউডের কিছু তারকা আবার রিহানা, গ্রেটাদের সমর্থনে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছে। একের পর এক টুইট করে চলেছেন তাপসী পান্নু (Taapsee Pannu) এবং স্বরা ভাস্করের (Swara Bhasker) মতো অভিনেত্রীরা। মধ্যপন্থা অবলম্বন করলেন বলিউডের ‘সুলতান’ সলমন খান (Salman Khan)। এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, যে সিদ্ধান্ত নিলে সবার ভাল হবে, সেই সিদ্ধান্তই নেওয়া উচিত।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.