Advertisement
Advertisement

Breaking News

Lata Cremation

Lata Mangeshkar: পঞ্চভূতে লীন লতা মঙ্গেশকর, পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন শেষকৃত্য

শ্রদ্ধাজ্ঞাপনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, উদ্ধব ঠাকরে, শাহরুখ খান, শচীন তেণ্ডুলকররা।

Lata Mangeshkar cremated in Mumbai | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:February 6, 2022 7:19 pm
  • Updated:February 6, 2022 7:40 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘রহে না রহে হাম মেহকা করেঙ্গে বনকে কলি, বনকে সাবা, রাগ-এ-ওয়াফা… ‘ — সুরের অজস্র মণিমুক্তো সম্পদ হিসেবে অনুরাগীদের কাছে গচ্ছিত রেখে পঞ্চভূতে লীন হল লতা মঙ্গেশকরের (Lata Mangeshkar) নশ্বর দেহ। মুম্বইয়ের শিবাজি পার্কে রবিবারের সন্ধ্যায় পূর্ণ মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হল সুরসম্রাজ্ঞীর।

Modi Lata

Advertisement

 

এদিন শিবাজি পার্কে  ভারতরত্নকে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi), মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের মতো বিশিষ্ট রাজনীতিবিদরা। শাহরুখ খান, শচীন তেন্ডুলকর, আমির খান, রণবীর কাপুর, জাভেদ আখতার, শ্রদ্ধা কাপুরদের মতো বিভিন্ন ক্ষেত্রের তারকাদের পাশাপাশি উপস্থিত ছিলেন গুণমুগ্ধরাও।  

Sachin Lata

কোভিডের (COVID-19) পাশাপাশি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন কিংবদন্তি। গত ৮ জানুয়ারি থেকে ভরতি ছিলেন মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে। করোনাকে (Coronavirus) হার মানিয়েছিলেন। নিউমোনিয়ারও আর কোনও লক্ষণ ছিল না বলে খবর। মাঝে ভেন্টিলেশন থেকেও বের করা হয়েছিল শিল্পীকে। কিন্তু ফের শারীরিক অবস্থার অবনতি হয়। কোভিড পরবর্তী জটিলতাই কাল হল। শনিবার বিকেলের পরই পরিস্থিতি আরও খারাপ হতে থাকে। শেষ পর্যন্ত রবিবারের সকালে তাঁর প্রয়াণ সংবাদে শোকস্তব্ধ গোটা দেশ। কোভিডবিধি মেনেই শিল্পীর শেষকৃত্য সম্পন্ন হয়। 

[আরও পড়ুন: ‘সরস্বতী ঠাকুরের কখনও বিসর্জন হবে ভাবিনি’, লতা মঙ্গেশকরের প্রয়াণে স্মৃতিমেদুর কৌশিকী]

১৯৫০ থেকে দীর্ঘ কয়েক দশক ‘কোকিলকণ্ঠী’র গান মুগ্ধ করেছে দেশবাসীকে। আয়েগা আনেওয়ালা, প্যার কিয়া তো ডরনা কেয়া, আল্লা তেরো নাম, কঁহি দীপ জ্বলে – ছয় ও সাতের দশকে এসব গান জনপ্রিয়তার যে শিখর ছুঁয়েছিল, তা আজও অম্লান। জীবনভর মনপ্রাণ দিয়ে সুরসাধনার পুরস্কারও তিনি কম পাননি। বিশ্বব্যাপী জনপ্রিয়তা ছাড়াও ঝুলিতে এসেছে সিনে অ্যাওয়ার্ড অফ লাইফটাইম অ্যাচিভমেন্ট থেকে শুরু করে পদ্মভূষণ, পদ্মবিভূষণ, দাদাসাহেব ফালকে, ফিল্মফেয়ার লাইফটাইম অ্যাচিভমেন্ট, ভারত রত্ন-সহ একাধিক সম্মান। 

Lata

বছর কয়েক ধরে ধীরে ধীরে জনসমক্ষে ফিকে হচ্ছিল লতা মঙ্গেশকরের কণ্ঠ। অসুস্থতার জন্য খুব বেশি কাজ করতে পারতেন না। তবে উরিতে ভারতীয় জওয়ানদের সাফল্য কিংবা পরবর্তী সময়ে দেশে তোলপাড় ফেলে দেওয়া বিভিন্ন বিষয়ে নিয়ে ছোট করেই দিয়েছিলেন সুরেলা বার্তা।

Lata Shahrukh

কিংবদন্তির প্রয়াণে শোকহাত তাঁর অনুরাগীরা। এ যেমন মাতৃশোকের মতো কুমার শানুর কাছে। এই খবর এখনও মেনে নিতে পারছেন না হৈমন্তী শুক্লা, কৌশিকী চক্রবর্তীর মতো শিল্পী। প্রিয় শিল্পীর আত্মার শান্তি কামনা করেছেন শ্রেয়া ঘোষাল। ভারতরত্নের প্রয়াণে সোমবার রাজ্যে অর্ধদিবস ছুটি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আগামী ১৫ দিন ধরে রাজ্যে বাজানো হবে লতার গান। এভাবেই শিল্পের মাধ্যমে শিল্পীকে শ্রদ্ধা জানাচ্ছেন গুণমুগ্ধরা।

[আরও পড়ুন: শুটিং সেটে সবার জন্য উপহার নিয়ে আসতেন, লতার স্মৃতিচারণায় গুলজার

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement