সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জমি দখল করেছেন অপর্ণা সেন! জনপ্রিয় অভিনেত্রী ও পরিচালক অপর্ণা সেনের (Aparna Sen) বিরুদ্ধে এরকম অভিযোগ আনল বোলপুরের সুরুল এলাকার বাসিন্দা অসিত বরণ ও দেবদুলাল সরকার। অসিতবাবুর অভিযোগ অনুযায়ী, বোলপুরে সুরুল এলাকায় অপর্ণা সেনের একটি বাড়ি রয়েছে। সেখানেই দুই ছটাক জায়গা দখল করেছেন। এই মর্মে তিনি বোলপুর ভূমি রাজস্ব দফতরেও অভিযোগ জানিয়েছেন। অপর্ণা সেনের বিরুদ্ধে অভিযোগ, তাঁর বাড়ির ভিতরেই সরকার পরিবারের দুই ছটাক জায়গা ঢুকে গিয়েছে। যা তাঁরা অভিনেত্রীকে বিক্রি করেননি। সরকার পরিবার জানিয়েছেন, অপর্ণা সেন সেই জমির মিউটেশন করার চেষ্টা করছেন। সেই কারণেই উপযুক্ত কাগজপত্র-সহ এই পরিবার সংশ্লিষ্ট জায়গায় অভিযোগ জানিয়েছেন।
খবর অনুযায়ী, অপর্ণা সেনের তরফ থেকে তাঁর এই বাড়ির রেকর্ড করানোর জন্য আবেদন করা হয়েছিল। নিয়ম অনুযায়ী, ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের পক্ষ থেকে আগের মালিকের কাছে নোটিস পাঠানো হয়। সেই নোটিস হাতে পেয়েই অসিতবাবু অভিযোগ জানান, ওই জমিতেই তাঁদের দুই ছটাক জমি রয়েছে। অসিতবাবুর এই অভিযোগের ভিত্তিতে সোমবার বোলপুর ভূমি রাজস্ব দফতরে হিয়ারিং হয়। সেই হিয়ারিংয়ে উপস্থিত ছিলেন অপর্ণা সেনের প্রতিনিধি।
ভূমি রাজস্ব দফতরের আধিকারিক সঞ্জয় রায় জানিয়েছেন, ”আমরা অভিযোগ পেয়েছি। আমাদের কাছে জমি রেকর্ডের জন্য আবেদন করেছিলেন অপর্ণা সেন। তারপরেই মালিকদের নোটিস পাঠানো হয়। পুরো বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। তার পরেই সিদ্ধান্ত নেওয়া হবে।”
অভিযোগকারীর আইনজীবী জানান, আমরা অভিযোগ জানিয়েছি। সঠিক ব্যবস্থা নেওয়ার আরজিও জানিয়েছি। এই অভিযোগের সঙ্গে আমরা সংশ্লিষ্ট সমস্ত কাগজপত্র জমা দিয়েছি। এই হিয়ারিংয়ে হাজির ছিলেন অপর্ণা সেনের প্রতিনিধি। কিন্তু তিনি এই বিষয়ে কোনও মতামত দিতে চাননি। অন্যদিকে, অপর্ণা সেনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে, তাঁকে ফোনে পাওয়া যায়নি। তবে এক সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, তাঁর বাবা চিদানন্দ দাশগুপ্ত বহু বছর ধরে ওই বাড়িতে বাস করেছেন। এর থেকে বেশি আর কিছু বলতে চাননি অভিনেত্রী।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.