Advertisement
Advertisement

Breaking News

Lalu Prasad Yadav

এবার লালুপ্রসাদ যাদবের বায়োপিক! মুখ্য ভূমিকায় বিহারের ভূমিপুত্র পঙ্কজ ত্রিপাঠী?

আরজেডি চিফের বায়োপিকের নেপথ্যে কে?

Lalu Prasad Yadav’s biopic in making, reports| Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:October 27, 2023 1:43 pm
  • Updated:October 27, 2023 4:01 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বর্তমানে বিনোদুনিয়ায় বায়োপিকের রমরমা। অটল বিহারি বাজপেয়ী, নরেন্দ্র মোদি, জয়ললিতা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, এযাবৎকাল একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বের জীবনকাহিনি পর্দায় তুলে ধরেছেন সিনেনির্মাতারা। ক্রীড়াদুনিয়ার ব্যক্তিত্বদের নিয়েও বায়োপিক হয়েছে। সেই তালিকাতেই এবার নবতম সংযোজন লালুপ্রসাদ যাদব (Lalu Prasad Yadav)।

রাজনৈতিক ময়দানের অন্যতম জনপ্রিয় ব্যক্তিত্ব লালুকে নিয়ে আট থেকে আশি, সব প্রজন্মের মধ্যেই আগাগোড়া কৌতূহল রয়েছে। অতঃপর আরজেডি চিফের রঙিন রাজনৈতিক সফর থেকে ব্যক্তিগত জীবনকাহিনি যদি পর্দায় দেখা যায়, সেটা নিয়ে যে দর্শকদের মধ্যে আলাদা একটা উন্মাদনা কাজ করবে, তা বলাই বাহুল্য। আর সেকথা মাথায় রেখেই এবার লালুপ্রসাদ যাদবের বায়োপিকের পরিকল্পনা করা হচ্ছে। বলিউডে গুঞ্জন, বিগত ৫-৬ মাস ধরেই নাকি আরজেডি দলনেতার জীবনকাহিনির চিত্রনাট্যের উপর কাজ চলছে।

Advertisement

[আরও পড়ুন: গোয়া চলচ্চিত্র উৎসবের প্যানোরমায় তিন বাংলা সিনেমা, উচ্ছ্বসিত পরিচালকরা]

ঘনিষ্ঠ সূত্রে খবর, যাদব পরিবারও ইতিমধ্যেই সবুজ সংকেত দিয়ে দিয়েছেন তাঁদের তরফে। শোনা যাচ্ছে, প্রকাশ ঝায়ের প্রযোজনা সংস্থাই নাকি লালু প্রসাদের বায়োপিকের কাজ এগিয়ে নিয়ে যাবে। শুধু তাই নয়, আরজেডি দলনেতার ছেলে তেজস্বী প্রকাশ নাকি অর্থ বিনিয়োগও করছেন এই প্রজেক্টে। যদিও সেই বিষয়ে কোনও সিলমোহর দেয়নি দলের কেউ। তবে এই বায়োপিকে লালুর জীবনের বহু অজানা তথ্য দেখানো হবে বলে খবর।

ঘনিষ্ঠ সূত্রে খবর, বলিউডের কোনও অভিনেতাকেই বেছে নেওয়া হবে লালুপ্রসাদ যাদবের চরিত্রে অভিনয়ের জন্য। জোর গুঞ্জন, বিহারের ভূমিপুত্র তথা স্বনামধন্য অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীকে দেখা যেতে পারে এই চরিত্রে। সেক্ষেত্রে রাজনৈতিক ব্যক্তিত্বের চলন-বলন কিংবা লালুর আদবকায়দা রপ্ত করতে যে অভিনেতার কোনও অসুবিধে হবে না, তা বলাই বাহুল্য। উল্লেখ্য, পঙ্কজ ত্রিপাঠী অটল বিহারি বাজপেয়ীর বায়োপিকেও অভিনয় করেছেন। 

[আরও পড়ুন: গানের মাঝে আতিফ আসলামের মুখে টাকা ছুঁড়লেন ভক্ত, তারপর?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement