Advertisement
Advertisement

Breaking News

Lagnajita Chakraborty

‘১০ বছর ধরে দেখছি, যোগ্য সম্মান দেওয়া হচ্ছে না উজ্জয়িনীদিকে’, বিস্ফোরক লগ্নজিতা

লগ্নজিতার এই পোস্টে আপ্লুত নেটপাড়া।

Lagnajita Chakraborty's facebook post Goes viral
Published by: Akash Misra
  • Posted:November 26, 2024 6:03 pm
  • Updated:November 26, 2024 7:43 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিল্পীরা নাকি বন্ধু হয় না। শিল্পীরা নাকি একে অপরকে সহ্য করতে পারেন না। এধরনের মিথ বহুদিন ধরেই চলে আসছে বিনোদুনিয়ায়। তবে এবার এই ধারণাকেই যেন ভুল প্রমাণ করলেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী লগ্নজিতা চক্রবর্তী (Lagnajita Chakraborty)। সোশাল মিডিয়ায় সঙ্গীতশিল্পী উজ্জয়িনী মুখোপাধ্যায়ের হয়ে ব্যাট ধরলেন লগ্নজিতা।

লগ্নজিতা সোশাল মিডিয়ায় লিখলেন?

Advertisement

”জানি এই পোস্টটা নিয়ে অনেকেই ক্ষুন্ন হবেন। তাও না বলে পারছি না। এটা আমি গত ১০ বছর ধরে নোটিস করছি। কিন্তু বলতে পারিনি। এখন যেহেতু ১০ বছর হয়ে গিয়েছে, তাই একটু বলার সাহস পাচ্ছি। আমি এই শেষ দশ বছরে খেয়াল করেছি। যেখানেই আমরা গান গাইতে যাই, সব সময় আমার, ইমন এবং সোমলতাদির ইন্টারভিউ নেওয়া হয়, আমাদের কভার করা হয় ইত্যাদি। তার জন্য আমি কৃতজ্ঞ।”

এরপরই লগ্নজিতা লেখেন, ”কিন্তু আমরা অদ্ভুতভাবে একজনকে সব সময় বাদ দিয়ে দিই। জানি না কেন। যদিও সে, অন্তত আমার থেকে অনেক অনেক ভালো একজন গায়িকা। তার নাম উজ্জয়িনীদি। আপনারা উজ্জয়িনীদির গান শোনেননি। এটা আমি বিশ্বাস করি না। কিন্তু মন দিয়ে শোনেনি বোধ হয়। শুনলে বুঝতে পারতেন। আমার ছবি যদি বের করা যায়, আমাকে যদি কভার করা যায়। তাহলে উজ্জয়িনীদির ছবি আরও আরও বের হওয়া উচিত। কারণ, আমার থেকে অনেক বড় শিল্পী উজ্জয়িনীদি। ”

লগ্নজিতার এই পোস্টে আপ্লুত নেটিজেনরা। দুই শিল্পীর মধ্যে যে প্রতিযোগিতার বাইরে যে সুস্থ সম্পর্কও থাকতে পারে, তা হয়তো মনে করিয়ে দিলেন শিল্পী। লগ্নজিতার কথায়, ”আমরা চার জনেই একে অপরের প্রতি শ্রদ্ধাশীল। উজ্জয়িনীদির জায়গায় আজকে সোমলতা বা ইমন থাকলেও আমি একই ভাবে মুখ খুলতাম।”

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement