Advertisement
Advertisement
Ladakh

ভূস্বর্গে ছবি দেখার অভিজ্ঞতা হবে আরও মনোরম, লাদাখে তৈরি হল বিশ্বের উচ্চতম সিনেমা হল

প্রেক্ষাগৃহ উদ্বোধনে পর্যটকদের আকর্ষণ আরও বাড়বে বলেই আশা।

Ladakh get world's highest mobile digital movie theatre at an altitude of 11,562 feet । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:August 29, 2021 3:48 pm
  • Updated:August 29, 2021 4:16 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লাদাখে বসে ‘বেল বটম’ (Bell Bottom) দেখতে চান? মোবাইল স্ক্রিনে চোখ রেখে নয়। একেবারে প্রেক্ষাগৃহে বসে নতুন নতুন ছবি দেখতে চান? নিশ্চয়ই ভাবছেন এ আবার কী হেঁয়ালি? লাদাখে সিনেমা হল, ভেবেই অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিছুই নেই। কারণ, লাদাখে পথচলা শুরু হল বিশ্বের উচ্চতম মোবাইল ডিজিটাল সিনেমা হলের।

Ladakh

Advertisement

গত ২৪ আগস্ট ১১ হাজার ৫৬২ ফুট উচ্চতায় লাদাখের (Ladakh) লেহর পলডন এলাকায় সিনেমা হলটির পথচলা শুরু হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি। এছাড়াও ছিলেন লাদাখ বুদ্ধিষ্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট থুপস্টান চেওয়াং। চাংপা নোমাডসের শর্ট ফিল্ম ‘শিকল’ প্রথম শো-তে প্রদর্শিত হয়। ওইদিন সন্ধেয় অক্ষয় কুমারের ‘বেল বটম’ ছবিটি প্রদর্শিত হয়। 

Ladakh

[আরও পড়ুন: হিমাচলে হটপ্যান্টে ঋতুপর্ণা, ভিডিও নিয়ে শোরগোল নেটপাড়ায়]

লাদাখে প্রেক্ষাগৃহ উদ্বোধনে অত্যন্ত খুশি শিল্পীরা। ন্যাশনাল স্কুল অফ ড্রামার (National School Of Drama) সঙ্গে যুক্ত মেফাম ওটসাল বলেন, “প্রেক্ষাগৃহে প্রবেশের খরচ খুবই সামান্য। সুযোগসুবিধাও রয়েছে যথেষ্ট। বসার ব্যবস্থাও আরামদায়ক। একজন থিয়েটার শিল্পী হিসাবে লাদাখে প্রেক্ষাগৃহ খোলার উদ্যোগকে স্বাগত জানাই। এর মতো ভাল উদ্যোগ বোধহয় আর হয় না।”

Ladakh movie theatre

লাদাখে প্রেক্ষাগৃহ তৈরি করে সিনেমা দেখার বন্দোবস্ত করা বেশ কঠিন বলেই মনে করেন আয়োজক সুশীল। তা সত্ত্বেও শুধুমাত্র দুর্গম এলাকার মানুষদের বিনোদনের কথা মাথায় রেখে এমন বন্দোবস্ত করা হয়েছে। প্রতি বছর রোমাঞ্চপ্রেমী বহু মানুষ ভিড় জমান লাদাখে। প্রেক্ষাগৃহ উদ্বোধনে পর্যটকদের আকর্ষণ আরও বাড়বে বলেই আশা।

[আরও পড়ুন: হোয়াটসঅ্যাপে ফাঁদ পাতছে হ্যাকাররা! এই মেসেজে সাড়া দিলেই সর্বনাশ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement