Advertisement
Advertisement

Breaking News

Alia Bhatt

প্রথম প্রেম কি ভোলা যায়? কাপুরবধু হয়েও করণের শোয়ে প্রাক্তন সিদ্ধার্থকে নিয়ে ‘আগল খোলা’ আলিয়া

রণবীর-রাহাকে নিয়ে সংসার, এদিকে প্রথম প্রেমে মজে আলিয়া?

KWK 8: Alia Bhatt Reveals Ex Sidharth Malhotra Gave Her FIRST Love of Life | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:November 23, 2023 5:08 pm
  • Updated:November 23, 2023 9:09 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রাক্তনের সঙ্গে ভালোবাসা ঘুচলেও বন্ধুত্ব অটুট, বিটাউনে এমন উদাহরণের অন্ত নেই। প্রাক্তনের সঙ্গে বর্তমানকে নিয়ে উদ্দাম পার্টি করা তাঁদের কাছে জলভাল! অতীতের তিক্ততা ভুলে একে-অপরের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছেন অনেকে। সিদ্ধার্থ-আলিয়াও তার ব্যতিক্রম নন। ২০১২ সালের প্রেম ভেঙে যায় ২০১৭ সালে। তবে সিড-কিয়ারার বউভাতে সেজেগুজে শাশুড়িকে নিয়ে হাজির হয়েছিলেন আলিয়া ভাট। এবার করণ জোহরের শোয়ে প্রাক্তনকে নিয়ে বড় কথা কাপুরবধূর মুখে।

Advertisement

মেয়ে রাহা এবং স্বামী রণবীর কাপুরকে নিয়ে এখন আলিয়ার সুখের ঘরকন্না। কিন্তু আজও প্রাক্তনের এক উপহার সযত্নে রেখে দিয়েছেন অভিনেত্রী। আর জীবনের সেই প্রথম প্রেমের স্বাদ দেওয়ার জন্য এবার ‘কফি উইথ করণ’-এর মঞ্চে আলিয়া যেন প্রাক্তন প্রেমিককে নিয়ে আরও আগল খোলা! সরাসরি কৃতজ্ঞতা প্রকাশ করলেন সিদ্ধার্থের কাছে। শুধু তাই নয়, প্রাক্তনের প্রশংসাতেও পঞ্চমুখ আলিয়া।

[আরও পড়ুন: বদলার আগুন! ‘অ্যানিম্যাল’-এর রক্তাক্ত ট্রেলারে রোমহর্ষক রণবীর, শিহরিত নেটপাড়া]

‘কফি উইথ করণ’-এর সাম্প্রতিক পর্বে অতিথি হিসেবে জুটিতে এসেছিলেন বরুণ ধাওয়ান এবং সিদ্ধার্থ মালহোত্রা। ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’। সেখানেই দুই অভিনেতার ‘ব্রোম্যান্স’-এর পাশাপাশি এক ভিডিও বার্তায় আলিয়াকে স্মৃতিচারণ করতে দেখা যায়। করণ জোহরের প্রযোজনায় একসঙ্গেই বলিউডে পা রেখেছিলেন তিন তারকা। সেই স্মৃতি রোমন্থন করে হাসিঠাট্টার পাশাপাশি প্রাক্তন সিদ্ধার্থ সম্পর্কে আলিয়ার মন্তব্য আপাতত নেটপাড়ায় ভাইরাল।

আলিয়ার মন্তব্য, “সিড খুব ভালো গায়ক আসলে। এতটাই শরীর সচেতন যে, পার্টি অবধি করে না। তবে ওঁর মতো মানুষের সঙ্গেই পার্টি শুরু করা যায়। আসলে পাঞ্জাবি পরিবারের ছেলে তো। খুব রসিক মানুষও। নিজের জন্মদিনের পার্টিতে ও নিজেই আগে ঘুমিয়ে পড়ে। তবে হ্যাঁ, সিদ্ধার্থের কাছে আমি কৃতজ্ঞ কারণ, ও আমাকে জীবনের প্রথম ভালোবাসা উপহার দিয়েছিল।” এই উপহার আসলে তিন লাখি এক বিড়াল। যার নাম এডওয়ার্ড। আজও আলিয়ার সঙ্গেই থাকে সে।

[আরও পড়ুন: খুনের হুমকির মাঝে Y+ ক্যাটাগরির নিরাপত্তা ভেঙে সলমনকে ছোঁয়ার চেষ্টা! কী মাশুল গুনলেন ব্যক্তি?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement