Advertisement
Advertisement

Breaking News

Kumar Sanu

‘বাবা সাহায্য করলে নামকরা গায়ক হতাম!’, বিস্ফোরক কুমার শানুর ছেলে জান কুমার

অন্যদিকে মুক্তি পেল কুমার শানুর মেয়ে শ্যাননের প্রথম ছবির ঝলক।

Kumar Sanu Claims Would've been biggest names if dad helped me| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:April 3, 2023 4:58 pm
  • Updated:April 3, 2023 5:02 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাবা জনপ্রিয় গায়ক কুমার শানু। ছেলে জান কুমারও সঙ্গীতশিল্পী। তবে বাবার জনপ্রিয়তার আলোতে অনেকটাই ঢাকা পড়ে গিয়েছে জান কুমারের প্রতিভা। এমনটাই অভিযোগ কুমার শানুর ছেলে জানের। তবে এখানেই আটকে ছিলেন না জান, বরং স্পষ্ট জানিয়েছেন, বাবা কাজের ক্ষেত্রে তাঁকে একটুও সাহায্য করেন না। আর সেই কারণেই নাকি তাঁর জনপ্রিয় হওয়া হল না!

কুমার শানু ও তাঁর প্রাক্তন স্ত্রী রীতা ভট্টাচার্যের ছেলে জান কুমার শানু (Kumar Sanu)। জানের যখন ৬ বছর বয়স, তখনই বিচ্ছেদ হয় শানু ও রীতার। সম্প্রতি তাঁকে দেখা গিয়েছিল বিগ বস রিয়্যালিটি শোয়েও। এক সাক্ষাৎকারে জান জানিয়েছেন, ”বাবা আমাকে কাজের ক্ষেত্রে একেবারেই সাহায্য করেননি। বাবার সাহায্য পেলে হয়তো আমি আজ ইন্ডাস্ট্রির তারকাদের মধ্যে এক জন হতাম। তবে আমার কোনও অভিযোগ নেই, বাবার কাছ থেকে কিছু চাইও না। ঈশ্বরে উপর আমার ভরসা আছে। আমার জন্য উনি নিশ্চয়ই কোনও পরিকল্পনা করে রেখেছেন।”

Advertisement

[আরও পড়ুন: ‘খেলা হবে…’, ‘চেঙ্গিজ’-এর ট্রেলারে হুঙ্কার সুপারস্টার জিতের ]

তবে ছেলে জানের কুমার শানুর প্রতি নানা ক্ষোভ থাকলেও, কুমার শানুর মেয়ে শ্যানন কিন্তু একেবারে তৈরি বলিউডের পর্দা কাঁপাতে। মুক্তি পেয়েছে শ্যাননের প্রথম ছবি চল জিন্দেগির ট্রেলার।

[আরও পড়ুন:  কোনও নেতাকে বিয়ে করব না! বিয়ের গুঞ্জনের মাঝে ভাইরাল পরিণীতির ভিডিও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement