Advertisement
Advertisement

Breaking News

Kubbra Sait on Ramayana

‘ওরা আমাকে শূর্পনখা হতে দিল না’, রণবীর কাপুরের ‘রামায়ণ’-এর বিরুদ্ধে বিস্ফোরক কুব্বারা

কী অভিযোগ অভিনেত্রীর?

Kubbra Sait Claims She's The Perfect Surpanakha For Ranbir Kapoor’s Ramayana
Published by: Sandipta Bhanja
  • Posted:March 5, 2025 8:57 pm
  • Updated:March 5, 2025 8:57 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাসখানেক আগেই শোনা গিয়েছিল নীতিশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’-এ শূর্পণখার ভূমিকায় দেখা যাবে রকুলপ্রীত সিংকে। তবে এবার সেই চরিত্র নিয়েই বিস্ফোরক কুব্বারা সইত। অভিনেত্রীর অভিযোগ, ‘ওরা আমাকে শূর্পনখা হতে দেয়নি।’

নীতিশ তিওয়ারির ফ্রেমে বলিউড এবং দক্ষিণী সিনেইন্ডাস্ট্রির মিশেলে ‘রামায়ণ’-এ যে একটা বড় চমক অপেক্ষা করছে, সেই ইঙ্গিত আগেই মিলেছিল। বলিউডের রণবীর কাপুর, সানি দেওলের পাশাপাশি ‘কেজিএফ’ স্টার যশ, বিজয় সেতুপতি, সাই পল্লবীরা মুখ্য ভূমিকায় অভিনয় করছেন। ‘রামায়ণ’-এর একপ্রস্থ শুটিং আগেই সেরে ফেলেছেন রণবীর কাপুর। শোনা যাচ্ছে, এবার রাবণের ভূমিকায় দক্ষিণী তারকা যশ শুটিং শুরু করবেন খুব শিগগিরি। সেই আবহেই এক সাক্ষাৎকারে ‘রামায়ণ’ নির্মাতাদের নিয়ে অভিযোগ করলেন কুব্বারা সইত। অভিনেত্রীর দাবি, শূর্পনখার চরিত্রের জন্য নাকি তিনিই একমাত্র উপযুক্ত। কুব্বারার মন্তব্য, “আমার নাকের গড়নের জন্যই শূর্পনখার রোলে আমায় মানিয়ে যেত। একদম যথাযথ হত, কিন্তু ওঁরা তো আমাকে কাস্ট করল না। এবার আমি খুব কৌতূহলী। জানতে চাই যে, আমাকে না নিয়ে কোন অভিনেত্রীকে এই ভূমিকার জন্য নির্বাচন করা হল?” অভিনেত্রী জানান, তিনি নীতিশ তিওয়ারির ‘রামায়ণ’-এ শূর্পণখার চরিত্রের জন্য অডিশনও দিয়েছিলেন।

Advertisement

সূত্রের খবর, ২০২৫ সালের দিওয়ালির আগেই ‘রামায়ণ’ ট্রিলজির প্রথম পর্বের কাজ সারতে চাইছেন নির্মাতারা। কারণ ২০২৬ সালে প্রথম পর্ব মুক্তি পাবে। দ্বিতীয় পর্ব ২০২৭ সালের দিওয়ালিতে রিলিজ হওয়ার কথা। শোনা গিয়েছে, এই ছবিতে কৈকেয়ীর চরিত্রে নাকি মনীষা কৈরালার কথা ভাবা হয়েছে। যদিও এখনও কিছু চূড়ান্ত হয়নি। গতবছর ‘আদিপুরুষ’ ঝড়ের মাঝেই রণবীর কাপুরের রাম হওয়ার ঘোষণা হয়েছিল। তবে বাকি কাস্টিং নিয়ে ধন্দ ছিল! পরে শোনা গেল, রাবণের চরিত্রে দেখা যাবে কেজিএফ তারকা যশকে। অন্যদিকে হনুমানের ভূমিকায় বলিপাড়ার সানি দেওলকে চূড়ান্ত করেছেন নির্মাতারা। নীতিশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’-এ খ্যাতনামা দক্ষিণী তারকা বিজয় সেতুপতিকে দেখা যাবে বিভীষণের চরিত্রে। ‘জওয়ান’, ‘মেরি ক্রিসমাস’ সিনেমার পর থেকে সেতুপতি হিন্দি ছবির দর্শকদের কাছেও বেশ জনপ্রিয়তা পেয়েছেন। ইতিমধ্যেই নীতিশের সঙ্গে প্রাথমিক স্তরে কথা হয়েছে সেতুপতির। যদিও সই-সাবুদ হয়নি, তবে অভিনেতা নাকি সবুজ সংকেত দিয়েছেন। এই স্টার কাস্টিং যদি চূড়ান্ত হয়, তাহলে ভারতীয় দর্শকরা যে এক অন্যতম ম্যাগনাম অপাস উপহার পেতে চলেছেন, তা বোধহয় আর আলাদা করে বলার প্রয়োজন পড়ে না। অমিতাভ বচ্চন, সানি দেওল, রণবীর কাপুর হোক বা যশ, বিজয় সেতুপতি ভারতীয় বিনোদুনিয়ায় প্রত্যেকের জনপ্রিয়তাই মারাত্মক। উপরন্তু নীতিশ প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, “নতুন রামায়ণ আশা করি কারও ধর্মীয় ভাবাবেগে আঘাত হানবে না।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement