সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অযোধ্যায় যখন রামমন্দিরের (Ayodha Ram Mandir) উদ্বোধন হবে তখন রামনাম জপ করতে বলেছিলেন। জ্বালাতে বলেছিলেন প্রদীপ। তার জেরেই সোশাল মিডিয়ায় কটাক্ষের শিকার হতে হল জাতীয় পুরস্কারজয়ী সঙ্গীতশিল্পী কে এস চিত্রাকে (Singer KS Chithra)। শিল্পীর পাশে দাঁড়িয়ে পালটা হুঙ্কার দিলেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ভেল্লামভেলি মুরালীধরন।
কেরালার কিংবদন্তি সঙ্গীতশিল্পী চিত্রা। সারা ভারতে তাঁর সুনাম রয়েছে। ছটি জাতীয় পুরস্কার রয়েছে ষাট বছরের গায়িকার ঝুলিতে। সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে চিত্রাকে রামমন্দিরের উদ্বোধন নিয়ে কথা বলতে শোনা যাচ্ছে। সেখানেই তিনি মন্দিরের উদ্বোধনের সময় সবাইকে রামনাম জপ করতে বলেন। বাড়ির সামনে প্রদীপ জ্বালানোরও অনুরোধ জানান।
Renowned singer @KSChithra ji’s message to all Hindus ahead of Ayodhya pran prathishta.
Now she is getting threats from Islamists from Kerala. Because she requested to lit a diya 🪔 in the name of Shri Ram.
And usual @ShashiTharoor is on silence mode.pic.twitter.com/EBYUmN57Vo
— Farrago Abdullah Parody (@abdullah_0mar) January 16, 2024
চিত্রার এই ভিডিও নিয়েই সোশাল মিডিয়ায় কটাক্ষ, ব্যঙ্গ, বিদ্রুপ শুরু হয়ে যায়। “আগে মানুষের মতো সংঘের গুন্ডাদের হাতে মসজিদ ধ্বংসের কথা স্বীকার করুন। আপনি শাসক দলের প্রতি অনুগত হতেই পারেন, মানুষকে এই আনুগত্যের শিক্ষা দেবেন না। নিজের ক্ষমতায় সুযোগসন্ধানী হন”, এমন কথা লেখা হয়েছে। যদিও অনেকেই শিল্পীর পাশে দাঁড়িয়েছেন। তাঁদের একজনের বক্তব্য, এই ধরনের মন্তব্যের মাধ্যমে বাকস্বাধীনতাকে খর্ব করার চেষ্টা হচ্ছে।
এই পরিপ্রেক্ষিতেই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপি নেতা ভেল্লামভেলি মুরালীধরন বলেন, “কে এস চিত্রার মতো শিল্পীকেও সোশাল মিডিয়ায় হেনস্তা করা হচ্ছে। তিনি তো শুধুমাত্র রামনাম জপ করতে আর প্রদীপ জ্বালাতে বলেছেন। কেরালায় রামনাম জপ করা আর প্রদীপ জ্বালানো অপরাধ নাকি? কেন পুলিশ এই ধরনের হেনস্তায় চুপ করে রয়েছে? আমি জানি কারা এর পিছনে রয়েছে, এরাই শবরীমালা ও তার ঐতিহ্য ধ্বংস করতে চেয়েছিল। শাসক ও বিরোধী দল দুপক্ষই এদের সাহস জোগাচ্ছে। কিন্তু আমরা কেরালাকে তালিবান রাজ্য হতে দেব না যেখানে বাকস্বাধীনতা খর্ব করা হয়।”
#WATCH | Kerala: Union Minister V Muraleedharan says, “Renowned musician, singer KS Chithra is being bullied, harassed on social media platforms. She said that we should chant Ram’s name and light ‘diya’. Is it a crime to light the diya in Kerala? Is it a crime to chant Ram’s… pic.twitter.com/6nDAmKn9ta
— ANI (@ANI) January 16, 2024
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.