Advertisement
Advertisement

Breaking News

Hrithik Roshan

অভিনেতা থেকে পরিচালক হৃতিক রোশন, কোন বিগ বাজেট ছবির গুরুভার পড়ল ‘গ্রিক গড’-এর উপর?

রাকেশের অসমাপ্ত কাজই কি এবার শেষ করবেন হৃতিক?

Krrish 4 officially announced with Hrithik Roshan making directorial debut

ছবি ফেসবুক

Published by: Manasi Nath
  • Posted:March 28, 2025 2:18 pm
  • Updated:March 28, 2025 10:34 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কিছুদিন আগেই ছবি পরিচালনা থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করেছেন বর্ষীয়ান বলিউড পরিচালক রাকেশ রোশন। নিজের বয়স এবং শারীরিক অসুস্থতার কারণেই তাঁর এমন সিদ্ধান্ত বলে মনে করছে দর্শকমহল। এমনকী হৃতিক রোশনের সুপারহিরো ফ্র্যাঞ্চাইজির আগামী ছবি ‘কৃশ ৪’ পরিচালনা থেকেও নিজেকে সরিয়ে নিয়েছেন অভিনেতা-পরিচালক। এক সাক্ষাৎকারে রাকেশ জানিয়েছেন, “হৃতিক রোশনের সুপারহিরো ফ্র্যাঞ্চাইজির ছবি ‘কৃশ ৪’ আমি পরিচালনা করছি না। তার বদলে এই গুরু দায়িত্ব পালন করবেন অন্য কেউ।” এবার সেই গুরুভারই পালন করতে চলেছেন রাকেশপুত্র হৃতিক স্বয়ং! ‘কৃশ ৪’-এর হাত ধরেই বলিউডে পরিচালক হিসাবে আত্মপ্রকাশ ঘটবে হৃতিক রোশনের।

হৃতিকের পরিচালনায় হাতেখড়ির খবরে সিলমোহর দিয়েছেন বাবা রাকেশ রোশন। নিজের সোশাল মিডিয়া পেজে সেই খবর সাড়ম্বরে ঘোষণাও করেছেন। ছেলের সঙ্গে একটি ছবি পোস্ট করে রাকেশ লিখেছেন, ‘ডুগ্গু আজ থেকে ২৫ বছর আগে আমিই তোমাকে একজন অভিনেতা হিসাবে লঞ্চ করেছিলাম। ২৫ বছর পর আবার আজ আমিই তোমাকে একজন পরিচালক হিসাবে সকলের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার আর আদিত্য চোপড়ার স্বপ্নের ছবি ‘কৃশ ৪’-এর পরিচালক হবে তুমি। নতুন ভূমিকায় তুমি সফল হবেই- তোমার জন্য আমাদের সবার আশীর্বাদ ও শুভেচ্ছা রইল।’ এভাবেই ছেলের নতুন অবতারে হাজির হওয়ার কথা জানিয়েছেন বর্ষীয়ান পরিচালক। 

Advertisement

উল্লেখ্য ‘কৃশ ৪’-এর হাত ধরে আরও একবার সুপারহিরো রূপে বড় পর্দায় ফিরবেন হৃতিক। তিনটে ছবির পর চতুর্থ সিক্যুয়েল যে আরও বড় আকারে পর্দায় আসবে সে কথা বলাই বাহুল্য। ২০০৩ সালে সায়েন্স ফিকশন ‘কোই মিল গয়া’র হাত ধরে হৃতিককে প্রথমবার সুপারহিরো হিসাবে পর্দায় আনেন বাবা রাকেশ। এরপর ২০০৬ সালে ‘কৃশ’ এবং ২০১৩ সালে ‘কৃশ ৩’-এর সাফল্য এটিকে সফল ফ্র্যাঞ্চাইজি করে তোলে। এবার আসবে সেই ফ্র্যাঞ্চাইজির চতুর্থ সিক্যুয়েল। সূত্রের খবর ছবির চিত্রনাট্যও তৈরি হয়ে গিয়েছে। শোনা যাচ্ছে, হৃতিক ‘ওয়ার টু’-এর কাজ শেষ করেই ‘কৃশ ৪’ ছবির পরিচালনার কাজ শুরু করবেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub