সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডের অন্দরে গুঞ্জন আগে থেকেই ছিল। সিনেমার ব্যকরণ নিয়ে অভিনেতা হৃতিক রোশনের পারদর্শিতা পরখ করে বিনোদুনিয়ার অনেকেই ভবিষ্যদ্বাণী করেছিলেন, ‘অভিনেতা কোনও দিন পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করলেও মন্দ হবে না।’ অনুরাগীদের অনেকেও তাঁকে পরিচালকের আসনে দেখার ইচ্ছে প্রকাশ করেছিলেন। অবশেষে হৃতিক রোশনকে পরিচালকের আসনে দেখার সেই ইচ্ছেপূরণ হতে চলেছে। ‘কৃশ’ এর চতুর্থ ফ্র্যাঞ্চাইজি দিয়েই বলিউডে পরিচালক হিসেবে নয়া ইনিংস শুরু করতে চলেছেন ‘ডুগ্গু’। স্বাভাবিকভাবেই হৃতিকের পরিচালনার খবর শুনে অনুরাগীরা সপ্তম স্বর্গে। ভারতীয় সুপারহিরোকে কীভাবে নতুন আঙ্গিকে তুলে ধরবেন তিনি? পর্দায় সেই মহাচমক দেখার অপেক্ষায় তাঁরা। এমন আবহেই ‘কৃশ ৪’ (Krrish 4) নিয়ে বড়সড় তথ্য ফাঁস হল।
বলিউড মাধ্যম সূত্রে খবর, টাইম ট্রাভেলের প্রেক্ষাপটে তৈরি হবে ‘কৃশ’ ছবির চতুর্থ ফ্র্যাঞ্চাইজি। যেখানে হলিউডি কায়দায় ‘ইনফিনিটি ওয়ার’ এবং ‘এন্ডগেম’-এর ছায়া দেখা যেতে পারে। ঘনিষ্ঠ সূত্র মারফৎ জানা গেল, গল্পে তিনটি সময়কাল দেখানো হবে। ত্রিকালের প্রেক্ষাপটে ট্রিপল রোলে অভিনয় করবেন হৃতিক রোশন। তার সঙ্গে পারিবারিক আবেগ, সম্পর্কের রসায়নও উপকরণ হিসেবে মজুত থাকবে ‘কৃশ ৪’-এ। শুধু তাই নয়, এই চতুর্থ ফ্র্যাঞ্চাইজির সিনেমায় নাকি প্রিয়াঙ্কা চোপড়া এবং প্রীতি জিন্টারও প্রত্যাবর্তন ঘটতে চলেছে। থাকছেন বিবেক ওবেরয় এবং রেখাও। কাস্টিং তালিকায় নোরা ফতেহির নাম যোগ হওয়ার সম্ভাবনাও রয়েছে। তুখড় অ্যাকশন সিকোয়েন্সে দেখা যেতে পারে অভিনেত্রীকে। জানা গেল, এই ছবিতে ভিএফএক্স খুব গুরুত্বপূর্ণ। বেশ কয়েকবার খসড়ার পর শেষমেশ চূড়ান্ত হয়েছে ‘কৃশ ৪’-এর চিত্রনাট্য। ‘ওয়ার ২’-এর পর এই ছবির কাজ শুরু করবেন হৃতিক রোশন (Hrithik Roshan)।
হৃতিকের পরিচালনায় হাতেখড়ির খবরে দিন কয়েক আগেই সিলমোহর দিয়েছেন বাবা রাকেশ রোশন। নিজের সোশাল মিডিয়া পেজে সেই খবর সাড়ম্বরে ঘোষণাও করেছেন। ছেলের সঙ্গে একটি ছবি পোস্ট করে রাকেশ লিখেছিলেন, ‘ডুগ্গু আজ থেকে ২৫ বছর আগে আমিই তোমাকে একজন অভিনেতা হিসাবে লঞ্চ করেছিলাম। ২৫ বছর পর আবার আজ আমিই তোমাকে একজন পরিচালক হিসাবে সকলের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার আর আদিত্য চোপড়ার স্বপ্নের ছবি ‘কৃশ ৪’-এর পরিচালক হবে তুমি। নতুন ভূমিকায় তুমি সফল হবেই- তোমার জন্য আমাদের সবার আশীর্বাদ ও শুভেচ্ছা রইল।’সম্প্রতি এই বিষয়ে মুখও খুলেছিলেন স্বয়ং হৃতিক রোশন। জর্জিয়ার আটলান্টায় এক অনুষ্ঠানে যোগ দিয়ে বলিউডের ‘গ্রিক গড’ জানান, নতুন ভূমিকায় অবতরণের আগে বেশ টেনশনে রয়েছেন তিনি। বলেন, “প্রথমবার ছবি পরিচালনায় হাত দিতে চলেছি। বিষয়টা নিয়ে আমি যে কতটা উদ্বিগ্ন, সেটা আপনাদের কাছে ভাষায় প্রকাশ করতে পারব না। আপনারা আমাকে সাহস জোগাবেন। আপনাদের এই সহযোগিতাই আমাকে লক্ষ্যে পৌঁছতে সাহায্য করবে।” এবার ‘কৃশ ৪’ নিয়ে বড়সড় আপডেট এল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.