Advertisement
Advertisement

Breaking News

Deepika KRK

‘সফট পর্ন গেহরাইয়াঁ’, দীপিকাকে কুরুচিকর ভাষায় আক্রমণ চলচ্চিত্র সমালোচক কেআরকে’র

ছবির প্রযোজক করণ জোহরকেও একহাত নিয়েছেন তিনি।

KRK trolls Deepika Padukone for Gehraiyaan | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:February 12, 2022 4:10 pm
  • Updated:February 12, 2022 4:10 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘গেহরাইয়াঁ’ (Gehraiyaan) মুক্তি পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই দীপিকা পাড়ুকোনকে কুরুচিকর ভাষায় আক্রমণ করলেন স্বঘোষিত চলচ্চিত্র সমালোচক কেআরকে (KRK)। করণ জোহর প্রযোজিত ছবিকে ‘সফট পর্ন’ আখ্যা দিলেন তিনি। 

Gehraiyaan Film

Advertisement

১১ ফেব্রুয়ারি থেকে আমাজন প্রাইম ভিডিওয় দেখা যাচ্ছে ‘গেহরাইয়াঁ’। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন  (Deepika Padukone), সিদ্ধান্ত চতুর্বেদী, অনন্যা পাণ্ডে। চেনা ছকের বাইরে প্রেম, পরকীয়া, আবেগের কাহিনি ছবিতে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন পরিচালক শকুন বাত্রা। সেই প্রসঙ্গেই টুইটারে কেআরকে লেখেন, “গেহরাইয়াঁ নামের সফট পর্ন ফিল্ম দেখছি। সেক্সের দেবতা করণ জোহর আর সেক্সের দেবী দীপিকা পাড়ুকোন।”

KRK Tweets

[আরও পড়ুন: দ্বিতীবার বিয়ে করছেন মদন মিত্র! চলছে দেদার কেনাকাটা]

এর আগে গেহরাইয়াঁ ছবিটিকে দীপিকার বায়োপিক বলেই কটাক্ষ করেন কেআরকে। অর্থ এবং লালসাই দীপিকার সবচেয়ে পছন্দের বলে মন্তব্য করেন তিনি। শুধু দীপিকা নন, ছবিতে তাঁর সহ-অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদীকেও পরোক্ষে একহাত নেন স্বঘোষিত চলচ্চিত্র সমালোচক। সিদ্ধান্তকে ‘জুগ্গি’ অভিনেতা বলে উল্লেখ করেন তিনি। কোটিপতি হিসেবে তাঁকে মানায়নি বলেও দাবি করেন কেআরকে।

Gehraiyaan movie 

এই প্রথম নয়, এর আগেও একাধিকবার বিতর্কিত মন্তব্য করেছেন কেআরকে। এর আগে তিনি দাবি করেছিলেন বিয়ের দশ বছরের মধ্যে প্রিয়াঙ্কা চোপড়া ও তাঁর স্বামী নিক জোনাসের (Priyanka and Nick) ডিভোর্স হয়ে যাবে। সে ভবিষ্যদ্বাণী সত্য হওয়ার লক্ষণ এখন এক্কেবারেই নেই। সদ্য সারোগেসির মাধ্যমে ফুটফুটে সন্তানের অভিভাবক হয়েছেন নিক-প্রিয়াঙ্কা। কিছুদিন আগে সলমন খানের (Salman Khan) ‘রাধে’ সিনেমার রিভিউ করতে গিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন কেআরকে। তাঁর সেই মন্তব্যকে মোটেও হালকাভাবে নেননি ভাইজান। মানহানির মামলা করেছিলেন তিনি। পরে অবশ্য বিপদ বুঝে কেআরকে জানিয়েছিলেন, তিনি আর সলমন খানের কোনও সিনেমার রিভিউ করবেন না।   

[আরও পড়ুন: Badhaai Do Review: সমকামের গল্পে রাজকুমার-ভূমির দারুণ অভিনয়, কতটা জমল ‘বাধাই দো’?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement