সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর মাত্র ৪৮ ঘণ্টার অপেক্ষা। দু’ রাত্রি পোহালেই প্রেক্ষাগৃহে আসছে ‘আদিপুরুষ’। তার প্রাক্কালেই পুরোদস্তুর প্রচারে ব্যস্ত প্রভাস, কৃতী স্যাননরা। বুধবার পর্দার সীতাকে দেখা গেল গায়ে রামায়ণ জড়িয়ে! কৃতীর সেই ছবি-ভিডিও পাপ্পারাজিদের সুবাদে প্রকাশ্যে আসতেই তোলপাড় নেটপাড়া।
ঠিক কী ঘটেছে? কৃতী স্যাননের পোশাক নিয়ে আপত্তি তুলেছে নেটপাড়ার তথাকথিত ‘ধার্মিক’ নীতিপুলিশেরা। তাঁদের দাবি, রামায়ণ কাহিনি গায়ে জড়িয়ে হিন্দু সংস্কৃতি ও দেবতাদের অপমান করেছেন কৃতী। কী এমন পোশাক পরেছেন, যার জন্য নেটিজেনদের রোষানলে পড়তে হল অভিনেত্রীকে? আসলে হিন্দু পুরাণ এবং দেশের সংস্কৃতি, ঐতিহ্যর কথা মাথায় রেখে অভিনেত্রী এক বিশেষ ডিজাইনের ওড়না পরেছিলেন। সাধ করে পোশাকশিল্পী যার নাম রেখেছেন- ‘অযোধ্যা টেলস’। বাংলায় তর্জমা করলে দাঁড়ায়, ‘অযোধ্যার কাহিনী’।
View this post on Instagram
কৃতী স্যাননের গোটা ওড়না জুড়ে রাম-সীতা। রামায়ণ-এর নানা টুকরো টুকরো কাহিনি তুলে ধরা হয়েছে রং-বেরঙের সুতো দিয়ে নকশা কেটে। যে ওড়না দেখে তেলেবেগুনে জ্বলে উঠেছেন উগ্র হিন্দুত্ববাদীদের একাংশ, তা ডিজাইন করতে কিন্তু কালঘাম ছুটেছিল কারিগরদের। ২ বছর ধরে এই ‘অযোধ্যা টেলস’ ওড়না ডিজাইন করেছেন শাজা লাইফস্টাইল-এর ১০জন দক্ষ কারুশিল্পী। তার সঙ্গে পরনে বেইজ রঙের আনারকলি সালোয়ার ডিজাইন করা ‘সুকৃতী অ্যান্ড আকৃতি অফিশিয়াল’-এর। বুধবার ‘আদিপুরুষ’-এর সীতার গায়ে সেই ওড়না দেখেই রে-রে করে উঠল নেটপাড়ার একাংশ।
কারও মন্তব্য, ‘আরে দেব-দেবীদের ছবি দিয়ে পোশাক পরার কোনও মানে হয়?’ কেউ বা আবার বলছেন, ‘ও বাবা, এর মধ্যে আদিপুরুষ-এর জন্য রাম-সীতা আঁকা ওড়নাও বানিয়ে নিলেন!’ কারও পরামর্শ, ‘ভগবানদের হৃদয়ে রাখুন। পোশাকে নয়।’
View this post on Instagram
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.