Advertisement
Advertisement

Breaking News

Kriti Sanon

প্রভাসে অনীহা! বিয়ের জন্য অন্য পাত্র খুঁজছেন কৃতী স্যানন, কেমন সঙ্গী চাই তাঁর?

প্রভাসের ছবি পর পর ফ্লপ হতেই, পালটি খেলেন কৃতী!

Kriti Sanon confirms she is 'single'; reveals she is looking for Honest person| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:October 6, 2023 10:37 am
  • Updated:October 6, 2023 10:39 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুঞ্জনে ছিল দক্ষিণী তারকা প্রভাসের সঙ্গে নাকি জমিয়ে প্রেম করছেন বলিউড সুন্দরী কৃতী স্য়ানন। এমনকী, সেই প্রেম গুঞ্জনের কারণেই ‘আদিপুরুষ’ ছবিতে জুটি বেঁধে ছিলেন কৃতী ও প্রভাস। তবে নতুন খবর হল, প্রভাসের সঙ্গে নাকি প্রেম ভেঙেছে কৃতীর। প্রকাশ্য়েই কৃতী জানিয়েছেন তিনি একেবারেই সিঙ্গল! কোনও প্রেমিক নেই তাঁর জীবনে।

সম্প্রতি এক সংবাদমাধ্য়মে কৃতী জানিয়েছেন, ”আমার আপাতত কোনও সঙ্গী নেই। তবে জীবনে একজনকে অবশ্য়ই প্রয়োজন। তাঁকে সৎ হতে হবে, ভালো মানুষ হতে হবে। আমার এমন সঙ্গী চাই, যে আমাকে অনুপ্রেরণা জোগাবে। আর অবশ্য়ই আমার থেকে লম্বা হতে হবে।”

Advertisement

[আরও পড়ুন: ‘দুটো ফ্লপ হতেই রণে ভঙ্গ দেবেন না, ফিরে আসুন’, আমিরের নতুন লুক দেখে আর্জি ভক্তদের]

প্রভাসের সঙ্গে কৃতীর প্রেমের গুঞ্জন রটে যাওয়ার কারণ রয়েছে আরও। ‘আদিপুরুষ’ সিনেমার শুটিং ফ্লোরে কৃতী ও প্রভাস নাকি কাজের ফাঁকে আড্ডা মারতেন। দু’জনেই নাকি ঘণ্টার পর ঘণ্টা মেকআপ ভ্যানে বসে থাকতেন। কৃতী আর প্রভাসের প্রেমের গুঞ্জনের মাঝেই হঠাৎ করে ভাইরাল হয়েছে কৃতী স্যাননের একটি পুরনো সাক্ষাৎকার, যেখানে কৃতী তাঁর ভালবাসা উজাড় করেছিলেন দীপিকা পাড়ুকোনের প্রতি। ‘গেহরাইয়া’ ছবিতে দীপিকার অভিনয় দেখে তো আবেগে ভেসে গিয়েছিলেন কৃতী।

বলিউডে পা দেওয়া পর পরই জ্যাকি শ্রফের ছেলে টাইগার শ্রফের সঙ্গে নাম জুড়েছিল কৃতী স্যাননের। একসময় সুশান্ত সিং রাজপুতের সঙ্গেও প্রেমের বন্ধনে যুক্ত ছিলেন কৃতী। তবে কৃতীর মতে আপাতত তিনি সিঙ্গল। তাঁর কাছে কেরিয়ারই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই প্রেমের কোনও সুযোগই নেই।

[আরও পড়ুন: ‘গোরক্ষপুরের আসল ভিলেনরা দিব্যি ঘুরছে’! ‘জওয়ান’ শাহরুখের কাছে আক্ষেপ কাফিল খানের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement