Advertisement
Advertisement

Breaking News

Koushani Mukherjee

সলমনের সঙ্গে ছবি দিয়ে উচ্ছ্বাস কৌশানির, ‘লিডিং মোস্ট হিরো কাঁদছে’, খোঁটা নেটপাড়ার

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সলমনের সঙ্গে ছবি তোলেন অভিনেত্রী।

Koushani Mukherjee trolled for posting picture with Salman Khan at KIFF 2023 | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:December 6, 2023 9:44 am
  • Updated:December 6, 2023 9:56 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘থালি গার্ল’ ছিলেন তিনি। সুপারস্টার সলমন খানকে (Salman Khan) সামনে থেকে দেখে উচ্ছ্বাসের বাঁধ ভেঙেছিল। উদ্বোধনের শেষে হাতে হাত দিয়ে ছবিও তুলেছিলেন। সেই ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করতেই কটাক্ষের মুখে কৌশানি মুখোপাধ্যায় (Koushani Mukherjee)। ‘লিডিং মোস্ট হিরো’র প্রসঙ্গ তুলে করা হল কটাক্ষ।

Salman Koushani

Advertisement

উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষের সঙ্গে অভিনেতা বনি সেনগুপ্তর নাম জড়ায়। কাজের বিনিময়ে কুন্তলের থেকে টাকা নিয়েছিলেন বনি। তার জেরে ইডির নোটিস পান। সেই টাকা আবার ফিরিয়েও দেন। এই টাকা নিয়ে কথা বলতে গিয়েই বনি নিজেকে টলিউডের ‘লিডিং মোস্ট হিরো’ বলেছিলেন। সেই কথা এখন কৌশানির ছবির কমেন্ট বক্সে বুমেরাং হয়ে ফিরেছে।

[আরও পড়ুন: KIFF 2023: ‘দিদিকে হিংসে করি’, মুখ্যমন্ত্রীর ঢালাও প্রশংসা করেও কেন একথা বললেন সলমন?]

মঙ্গলবার কৌশানির সঙ্গে ছবি শেয়ার করে কৌশানি লেখেন, “আক্ষরিক অর্থেই আমার স্বপ্ন সত্যি হল। তুমিই (সলমন খান) বরাবর  আমার স্বপ্নের মানুষ। আর কথায় বলে না, কত এল কত গেল টাইগার তো টাইগারই আর সবসময় থাকবে। আমার ফ্যান গার্ল মোমেন্ট। আই লাভ ইউ, তুমি সারা দেশের ভাইজান হতে পারো, কিন্তু আমার কাছে ভাই ছাড়া বাকি সব কিছু। সলমন খান যুগ যুগ জিও।”

Koushani-Salman 1

কৌশানির এই পোস্টের কমেন্ট বক্সেই একজন লেখেন, “কিন্তু লিডিং মোস্ট হিরোর থেকে তো কম।” একজন আবার লেখেন, “এই পোস্টা দেখার পর এক কোনায় গিয়ে বনি স্যর কাঁদছেন।” “বাংলাদেশ যখন বিশ্বকাপ কোনও দিন পাবে না জেনেও কাপটা হাতের ধরতে পারে”, এমন কথা লিখেও বিদ্রুপ করা হয়েছে।

Koushani-Mukherjee-post

[আরও পড়ুন: ছবি তুলবেন নায়িকারা! উদ্বোধন সেরে বেরোনোর মুখেই সলমনকে পিছুডাক মমতার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement