সুকুমার সরকার, ঢাকা: কলকাতায় ফিরে পরিবারের সবাইকে পদ্মার ইলিশ উপহার দেবেন কৌশানি। ছবির কাজে বর্তমানে ইলিশের শহর চাঁদপুরে ব্যস্ত সময় কাটাচ্ছেন কৌশানি মুখোপাধ্যায় (Koushani Mukherjee)। তবে দুর্গোৎসব উদযাপন করবেন কলকাতায়। বাড়ি ফিরেই পরিবারের সবাইকে চাঁদপুরের পদ্মার ইলিশ উপহার দিতে চান জনপ্রিয় অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায়। তিনি বাড়িতে গিয়ে মায়ের হাতে সরষে দিয়ে খোদ পদ্মার ইলিশ রান্না করে খাওয়ার প্ল্যানও করছেন।
কৌশানি মুখোপাধ্যায় জানান, ‘পদ্মার ইলিশ প্রতিটা বাঙালির কাছেই জনপ্রিয়। বিশেষ করে ইলিশ, সরষে ইলিশ, ইলিশের ঝোল, এসব বলতে গেলেই জিভে জল এসে যায়। তবে ইলিশের কাটা নিয়ে খুব ভয় পাই। তবু ইলিশ আর ইলিশের ডিম খেতে আমার দারুণ লাগে। তিনি আরও বলেন, আমি শুটিং শেষে যেদিন কলকাতায় বাড়িতে ফিরব। চাঁদপুরের পদ্মার ইলিশ নিয়ে বাড়ির সবাইকে উপহার দেব। আর মায়ের হাতে তৈরি সরষে ইলিশ খাব।’
বাংলাদেশের (Bangladesh) সিনেমায় এই প্রথম কাজ করছেন কৌশানী। তাঁর কথায়, ‘এটিই বাংলাদেশে আমার প্রথম কোনও সিনেমায় কাজ। এ সিনেমায় আমার নাম ‘প্রিয়া’ আর সিনেমাটির নাম ‘প্রিয়া রে’। এটি একটি রোমান্টিক ছবি। আমি একজন ঘরোয়া মেয়ে। বাবা-মায়ের একমাত্র মেয়ে। সেই আদর থেকেই প্রেমের অধ্যায়টা জীবনে শুরু হওয়া। আশা করছি এই সিনেমাটির মাধ্যমে বাংলাদেশের সবার মন জয় করতে পারব।’
‘প্রিয়া রে’ সিনেমায় কৌশানি মুখোপাধ্যায়ের বিপরীতে রয়েছেন ওপার বাংলার নায়ক শান্ত খান। তাঁর কথায়, ‘আমি একঘেয়েমি থেকে বেরিয়ে এসে প্রত্যেকটা চরিত্র করতে চাই। শুধু অ্যাকশন হিরোর চরিত্রে সীমাবদ্ধ থাকতে চাই না। শাপলা মিডিয়ার প্রযোজনায় আমি এ সিনেমায় একজন রাখালের চরিত্রে অভিনয় করছি। খুবই ভাল একটি গল্প। আমার চরিত্রের নাম ‘নূর’। কৌশানির সঙ্গে এটিই আমার প্রথম কাজ। যদিও এর পর ‘সোলজার’ নামের আরও একটি ছবিতে আমরা দু’জনে ভারতে অভিনয় করব।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.