Advertisement
Advertisement

Breaking News

KIFF 2022

KIFF 2022: রবিবার কলকাতা চলচ্চিত্র উৎসবে বড় চমক, জেনে নিন কোন ছবি দেখবেন?

২২ ডিসেম্বর পর্যন্ত চলবে এই সিনে উৎসব।

Kolkata Film Festival must watch movie list on sunday | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:December 17, 2022 5:01 pm
  • Updated:December 17, 2022 5:01 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জমে উঠেছে ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (28th KIFF)। প্রথম দিনেই সিনেপ্রেমীদের উৎসাহ ছিল দেখার মতো। তৃতীয়দিন আবার রবিবার। অর্থাৎ ছুটির দিন। কোন কোন সিনেমা নজরে থাকবে?

এবারের চলচ্চিত্র উৎসবে বিশেষ সম্মান জানানো হচ্ছে, কিংবদন্তি পরিচালক জ্যঁ লুক গদারকে। রবিবার তাঁর ছবি দিয়েই না হয় শুরু হোক। নন্দন ১-এ দেখুন ‘আ উইম্যান ইজ আ উইম্যান’। ১৯৬১ সালে মুক্তি পাওয়া এই ছবি সে সময় আলোড়ন ফেলে দিয়েছিল। দুপুর দুটো নন্দন ১-এ দেখুন সমরেশ বসুর উপন্যাস প্রজাপতি অবলম্বনে তৈরি পরিচালক সুব্রত সেনের ‘সমরেশ বসুর প্রজাপতি’। ছবিটি নিয়ে ইতিমধ্য়েই আলোচনা শুরু হয়েছে শহরে।

Advertisement

[আরও পড়ুন: ‘ছেলে খুন করেনি, আমি বেঁচে আছি!’ থানায় এসে স্পষ্ট জানালেন অভিনেত্রী বীণা কাপুর ]

নন্দন ১-এ সন্ধে ৭ টা নাগাদ দেখতে পারেন সুইডেনের ছবি ‘স্যানস ফিল্টার’। ২০২২ সালের এই ছবিটি ইতিমধ্য়েই পামে ডিয়োর এবং ইউরোপিয়ান চলচ্চিত্র উৎসবে সম্মানিন। একটি ডুবে যাওয়া জাহাজ ও বেঁচে থাকা যাত্রীদের গল্প বলে এই ছবি।

সিনেমা নিয়ে আলোচনা চলচ্চিত্র উৎসবের বড় চমক। শিশির মঞ্চে বিকেল ৪টে নাগাদ জনপ্রিয় পরিচালক অংশ নেবেন সিনেমার আলোচনায়। এটা কিন্তু মিস করা যাবে না।

[আরও পড়ুন: দেশের কাজ না করে নায়িকার পোশাকে নজর! ‘বেশরম’ বিতর্কে বিজেপিকে খোঁচা স্বরার]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement