Advertisement
Advertisement
Koffee with Karan

‘কফি উইথ করণে’র নতুন সিজনে বড় চমক! জানেন অতিথি তালিকায় রয়েছেন কারা?

তালিকায় রয়েছেন দক্ষিণী তারকারাও।

Koffee with Karan guest list | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:May 12, 2022 7:44 pm
  • Updated:May 12, 2022 8:37 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চমক দেওয়াটা একেবারে জলভাত করে ফেলেছেন করণ জোহর (Karan johar)। প্রথমে চমক দিলেন জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ’ নাকি বন্ধ হয়ে যাচ্ছে। এই ঘোষণার কয়েক ঘণ্টা পরে আবার সারপ্রাইজ দিলেন করণ। সোশ্যাল মিডিয়ায় করণ জানিয়ে দিলেন, টিভিতে বন্ধ হলেও, কফি উইথ করণ এবার থেকে দেখা যাবে ওটিটিতে। ডিজনি হটস্টারেই দেখা যাবে করণের এই টক শোর নতুন সিজন। সে যাই হোক, এ খবর সবার জানা। তবে কৌতুহল অন্য জায়গায়। নতুন সিজনে করণের সঙ্গে কফির কাপে চুমুক দেবেন কোন কোন বলিউড তারকারা?

সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, করণের এবারের নজরে রয়েছে বলিউড জুটির দিকে। শোনা যাচ্ছে সদ্য বিবাহিত আলিয়া ও রণবীরকে দিয়েই নাকি শোয়ের শুভ সূচনা করবেন করণ। তারপর নাকি আসবেন ক্যাটরিনা ও ভিকি। এতো গেল বলিউডের সদ্য বিবাহিত তারকারা। খবর অনুযায়ী, তালিকায় রয়েছে অর্জুন কাপুর ও মালাইকা অরোরার নাম। শোনা যাচ্ছে, সদ্য প্রেমে হাবুডুবু সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আডবাণীকেও দেখা যেতে পারে করণের এই শোয়ে। করণ নাকি ঘনিষ্ঠ মহলে জানিয়েছে, অবিবাহিত জুটিদের বিয়ে দিয়েই শান্তির নিশ্বাস ফেলবেন করণ।

Advertisement

Koffee with karan will not be returning on tv but Karan Johars twist

[আরও পড়ুন: কলকাতায় করিশ্মা, কালিম্পংয়ে করিনা! ছবির শুটিংয়ে বাংলায় কাপুর বংশের দুই মেয়ে]

কফি উইথ করণের নতুন সিজনে নতুন চমক। শুধু বলিউড নয়। করণ এবার আমন্ত্রণ জানাবেন দক্ষিণী তারকাদেরও। করণের তালিকায় রয়েছেন রশ্মিকা ও বিজয়।

বলিউডে গুঞ্জনকে উসকে দিতে এই শো প্রথম থেকেই অনুঘটক হিসেবে কাজ করত। এই শোয়ের বেশ কয়েকটি এপিসোড রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছিল। করণ জোহরের এই শো থেকেই কঙ্গনার হাত ধরে ছড়িয়ে পড়েছিল বলিউড ও নেপোটিজম বিতর্ক। শুধু তাই নয়, কে এল রাহুল ও হার্দিক পাণ্ডিয়ার এপিসোড নিয়ে তো তুমুল সমালোচনা শুরু হয়েছিল। শেষমেশ, ক্ষমাও চেয়েছিলেন করণ জোহরও।

Karan Johar announces that koffee with karan will not return with new season

[আরও পড়ুন: ‘ছেলে দেখলেই পেটাই, তাই আমার বিয়ে হচ্ছে না!’ বিস্ফোরক কঙ্গনা]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement