Advertisement
Advertisement

Breaking News

Ananya Pandey

‘বারবার স্তন নিয়ে আমাকে কটূক্তি শুনতে হয়েছে!’ অকপট অনন্যা পাণ্ডে

'কফি উইথ করণ' শোয়ে এসে বলিউডের একাংশের বিরুদ্ধে মুখ খুললেন অনন্যা।

Koffee with karan 7 Ananya Panday reacted on trolling | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:July 29, 2022 2:10 pm
  • Updated:July 29, 2022 6:20 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নেপোটিজম বিতর্কে অনেক দিন আগেই নাম লিখিয়ে ফেলেছেন চাঙ্কি পাণ্ডেকন্যা অনন্যা। এমনকী, মাদককাণ্ডে আরিয়ান খান গ্রেফতার হওয়ার পর নাম এসেছিল অনন্যার। সিনেমার পর্দায় এখনও তেমন কিছু করে উঠতে পারেননি তিনি। তাঁর ঝুলিতে মাত্র তিন-চারটে ছবি। সামনেই মুক্তি পেতে চলেছে অনন্যার ‘লাইগার’। এই ছবিতে দক্ষিণী নায়ক বিজয় দেবরাকোন্ডার সঙ্গে জুটি বেঁধেছেন অনন্যা।

তবে খবরটা এটা নয়। খবর হল, ‘কফি উইথ করণে’ এসে বলিউড সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করে বসলেন অনন্যা (Ananya Pandey)। কেরিয়ারের শুরুতে কীভাবে রোগা চেহারার জন্য তাঁকে ট্রোলের শিকার হতে হয়েছিল, তা নিয়ে স্পষ্ট মুখ খুললেন অনন্যা।

Advertisement

‘কফি উইথ করণ’ শোয়ে এসে অনন্যা বললেন, ”সিনেমায় পা দিতেই আমাকে অনেক কটূক্তি শুনতে হয়েছে। সোশ্যাল মিডিয়া ছেড়ে দিন। বলিউডের অনেক মানুষ আমার মুখের উপর নানারকম কথা বলেছে। কখনও বলেছে আমার স্তন নেই, মসৃণ বুক। কখনও বলেছে আমাকে দেখতে খারাপ। আমার পরিবারকেও নানা সময় অপমান করেছে সবাই।”

Ananya Panday

[আরও পড়ুন: নির্ভয়া কাণ্ডের পর এবার সিরিয়াল কিলার, আসছে ‘দিল্লি ক্রাইমে’র নতুন সিজন, দেখুন টিজার]

অনন্যার কথায়, ”এই ট্রোলিং আমার উপর খুবই প্রভাব ফেলেছে। মানসিক অবসাদেও চলে গিয়েছিলাম। তবে আমার পরিবার আমার পাশে ছিল।”

Ananya Panday

স্টারকিড হওয়ার কারণেই করণ জোহরের ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার টু’ ছবিতে সুযোগ পান অনন্যা। এই ছবিতে অনন্যা ছাড়াও ছিলেন টাইগার শ্রফ, তারা সুতারিয়া। ছবি বক্স অফিসে ফ্লপ হয়। তবে নজর কাড়েন অনন্যা। এরপর কার্তিক আরিয়ান, ভূমি পেডনেকরের সঙ্গে ‘পতী, পত্নী অউর উওহ’ ছবিতে দেখা যায় অনন্যাকে। সম্প্রতি দীপিকা পাড়কোনের সঙ্গে ‘গেঁহরাইয়া’ ছবিতে অভিনয় করে নজর কাড়েন অনন্যা। অনন্যার কথায়, ”আমি অভিনয় ভালবাসি। অভিনেত্রীই হতে চেয়েছিলাম। এই ট্রোল আমার এই জেদকে নষ্ট করতে পারবে না।”

[আরও পড়ুন: কেকে বিতর্কে ইতি, এবার পুরীর সমুদ্রতটে হত্যা রহস্যে জড়িয়ে পড়লেন রূপঙ্কর! ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement