সুপর্ণা মজুমদার: শনিবার আলিপুর চিড়িয়াখানা ছিল সরগরম। কারণ সেখানে পরিচালক অরিন্দম শীল ও সহ-অভিনেতা শুভ্রজিৎ দত্তকে নিয়ে হাজির ছিলেন ‘মিতিন মাসি’ ওরফে কোয়েল মল্লিক (Koel Mallick)। এসেছিলেন পণ্ডিত বিক্রম ঘোষ। সকলে মিলে প্রকাশ করেন ‘জঙ্গলে মিতিন মাসি’র (Jongole Mitin Mashi) পোস্টার। তারই ফাঁকে অভিনেত্রী জানান, হাতির গল্প।
কী সেই গল্প? তার সঙ্গে জড়িয়ে রয়েছে কোয়েলের ছেলে কবীরের নাম। বিষয়টি একটু খোলসা করে বলা যাক, ওয়ার্ল্ড এলিফ্যান্ট ডে ছিল শনিবার। সেই কথা মাথায় রেখেই ‘জঙ্গলে মিতিন মাসি’র পোস্টার প্রকাশ করা হয় আলিপুর চিড়িয়াখানায়। পোস্টার প্রকাশের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কোয়েল জানান, ছোটবেলায় চিড়িয়াখানায় এসেছিলেন, তারপর এদিন এলেন। কবীর এসেছে চিড়িয়াখানায়? এই কথার উত্তর দিতে গিয়েই অভিনেত্রী বলেন, “আমার হয়ে কবীর আসতে শুরু করেছে।”
কোয়েল জানান, ‘জঙ্গলে মিতিন মাসি’র শুটিং করার সময় কবীরকে ভিডিও কল করেছিলেন। সেই সময় তাঁর পিছনে ছিল হাতি। হাতি দেখে ছোট্ট কবীরের খুশির ঠিকানা ছিল না। বায়না জুড়ে দেয়, সেও জঙ্গলে হাতি দেখতে আসবে। ছেলের আবদার রাখেন নিসপাল রাণে। কবীরকে নিয়ে শুটিং ফ্লোরে পৌঁছে যান তিনি।
তীব্র গরম ছিল শুটিং। ছেলে সহ্য করতে পারবে কিনা, তা নিয়ে চিন্তায় ছিলেন কোয়েল। কিন্তু কবীরের উৎসাহ ছিল হাতি দেখার। পুজোয় মুক্তি পাচ্ছে ‘জঙ্গলে মিতিন মাসি’। এ ছবি তাঁর মনের খুব কাছের জানান কোয়েল। শুধুমাত্র গোয়েন্দা গল্প নয়, নতুন এই ছবি চোরাশিকারের বিরুদ্ধে এবং বন্যপ্রাণ সংরক্ষণেরও কথা বলবে, জানান পরিচালক অরিন্দম শীল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.