Advertisement
Advertisement

Breaking News

Koel Mallick

এবার পুজোয় সিনেপর্দায় ফিরছেন কোয়েল মল্লিক, প্রকাশ্যে ‘জঙ্গলে মিতিন মাসি’র ঝলক

ছবির বেশিরভাগ শুটিং হবে জঙ্গলে।

Koel Mallick new movie poster out| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:April 15, 2023 12:13 pm
  • Updated:April 15, 2023 12:21 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মিতিন মাসি হয়ে কবে ফের সিনেমার পর্দায় ফিরবেন কোয়েল মল্লিক তা নিয়ে দর্শকদের মধ্য়ে, বিশেষ করে কোয়েল অনুরাগীদের মধ্য়ে তো কৌতুহল ছিলই। তবে সেই অপেক্ষার এবার অবসান ঘটাতে চলেছেন পরিচালক অরিন্দম শীল। এবার পুজোতেই নিয়ে আসছেন ‘জঙ্গলে মিতিন মাসি’। পয়লা বৈশাখের দিন প্রকাশ পেল এই ছবির ফার্স্টলুক।

সুচিত্রা ভট্টাচার্যের লেখা ‘সারান্ডায় শয়তান থেকেই অনুপ্রাণিত হয়ে তৈরি হচ্ছে এই ছবি। তবে ছবির নাম দেওয়া হয়েছে জঙ্গলে মিতিন মাসি। যেহেতু জঙ্গল কেন্দ্রিক ছবি, তাই ছবির বেশিরভাগ শুটিং হবে জঙ্গলে। প্রথম কলকাতায় শুটিং হলেও পরে ছবির গোটা টিম দেবে মালভূমি অঞ্চলে।

Advertisement

[আরও পড়ুন: ‘গাঁটছড়া’র শুটিং ফ্লোরে ‘হস্তমৈথুন’! অনিন্দ্যর ভিডিও দেখে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় ]

‘জঙ্গলে মিতিন মাসি’ ছবিতে কোয়েল মল্লিকের পাশাপাশি অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে রিয়া বণিক, অসীম রায়চৌধুরী, জয়দীপ কুণ্ডু, অরিজিৎ দত্ত, বরুণ চক্রবর্তী, প্রমুখকে।

[আরও পড়ুন: নারী-পুরুষের সম্পর্ক, সংশয় আর তৃষ্ণার গল্প ‘শেষ পাতা’, ছবিতে অকল্পনীয় প্রসেনজিৎ ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement