Advertisement
Advertisement

Breaking News

Koel Mallick

শুটিং ফ্লোরে গুরুতর আহত কোয়েল, অ্যাকশন দৃশ্যেই বিপত্তি! ভাঙল হাড়

কেমন আছেন এখন 'মিতিন মাসি'?

Koel Mallick got injured during Mitin Masi Shooting
Published by: Sandipta Bhanja
  • Posted:April 1, 2024 1:04 pm
  • Updated:April 1, 2024 1:18 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে গুরুতর চোট পেলেন কোয়েল মল্লিক (Koel Mallick)। হাতের হাড় ভেঙেছে অভিনেত্রীর। মিতিন মাসির চরিত্রে এর আগেও অ্যাকশন দৃশ্যে শুটিং করেছেন কোয়েল। সিনেপর্দায় তাঁর মারপিটের মারপ্যাঁচ দেখে অনুরাগীরাও মুগ্ধ হয়েছেন। তবে এবার মিতিন মাসি ফ্র্যাঞ্চাইজির নতুন ছবির শুট করতে গিয়ে ভয়ানক বিপত্তি।

৩১ মার্চ ‘খুনির সন্ধানে মিতিন’ সিনেমার শুটিং করতে গিয়ে গুরুতর চোট পান কোয়েল মল্লিক। এদিন শুটিং চলছিল নেপালগঞ্জে। কোয়েল আগেভাগেই জানিয়েছিলেন, এবারে প্রচুর অ্যাকশন দৃশ্য আছে। দর্শকদের একদমই নিরাশ করতে চান না তিনি। সেই প্রেক্ষিতেই প্রচুর জিম, ডায়েট সব করেছেন। এবার অ্যাকশন দৃশ্য করতে গিয়েই বিপত্তি। খ্যাতনামা অ্যাকশন ডিরেক্টর সুনীল রড্রিগেসের তত্ত্বাবধানেই শুটিং করছিলেন কোয়েল মল্লিক। তখনই হাতে চোট পান অভিনেত্রী। তৎক্ষণাৎ বেসরকারি হাসপাতালে ছোটেন কোয়েল। এক্স রে করালে রিপোর্টে দেখা যায়, অভিনেত্রীর ডান হাতের আলনা বোন ভেঙেছে। প্লাস্টার করতে হয়েছে কোয়েলকে।

Advertisement

[আরও পড়ুন: ‘বেশি প্রতিবাদী হলে…’, মঞ্চেই ‘ব়্যাঞ্চো’ সোনম ওয়াংচুকের হয়ে সুর চড়ালেন রূপম ইসলাম]

পরিচালক অরিন্দম শীল জানান, “ঘটনাটা ঘটার পর এতটাই ব্যথা ছিল যে কোয়েল হাত পর্যন্ত নাড়াতে পারছিল না।” তখনই তিনি সন্দেহ করেছিলেন যে, অভিনেত্রীর হয়তো হাত ভেঙেছে। চিকিৎসকরা পরীক্ষা করার পর জানা যাবে কতটা গভীর সেই চোট? এবার এক্স রে রিপোর্ট আসতেই দেখা গেল, প্রাথমিক সন্দেহে সিলমোহর। হাতের হাড় ভেঙে গিয়েছে কোয়েল মল্লিকের। আপাতত এক বেসরকারি হাসপাতালে বিকাশ কাপুরের তত্ত্বাবধানে চিকিৎসাধীন কোয়েল মল্লিক। অভিনেত্রী জানিয়েছেন, “চিকিৎসায় দ্রুত সুস্থ হয়ে উঠব।”

গতবছর পুজোয় মুক্তি পেয়েছিল ‘জঙ্গলে মিতিন মাসি’। সেই ছবি বক্স অফিসে খুব একটা সাড়া না ফেললেও ইতিমধ্যেই পরবর্তী ছবির অ্যাডভেঞ্চার শুরু করে দিয়েছেন কোয়েল মল্লিক। এবারের ছবিটা সুচিত্রা ভট্টাচার্যের লেখা ‘মেঘের পরে মেঘ’ গল্প অবলম্বনে তৈরি হচ্ছে।

[আরও পড়ুন: রাহুল-আথিয়ার ঘরে সন্তান আসছে! বড় তথ্য ফাঁস করলেন ‘হবু দাদু’ সুনীল শেট্টি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement