Advertisement
Advertisement

Breaking News

Koel Mallick Bhai Phonta

ভালোবাসার ভাইফোঁটা, বিশেষভাবে সক্ষম ভাই-দাদাদের ফোঁটা দিলেন কোয়েল

একাধিক ছবি শেয়ার করেছেন অভিনেত্রী।

Koel Mallick celebrates Bhaiphota with her specially abled brothers | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:November 15, 2023 10:38 am
  • Updated:November 15, 2023 10:38 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশেষ দিন, তাই বিশেষভাবেই পালন করলেন কোয়েল মল্লিক (Koel Mallick)। অভিনেত্রী পৌঁছে গিয়েছিলেন মরুদ্যান শেল্টারে। সেখানে বিশেষভাবে সক্ষম ভাই ও দাদাদের দিলেন ভাইফোঁটা (Bhai Phonta 2023)। ছবি শেয়ার করেছেন সোশাল মিডিয়ায়।

Koel-3

Advertisement

একাধিক ছবি শেয়ার করেছেন কোয়েল। কোনওটিতে তাঁকে ফোঁটা দিতে দেখা যাচ্ছে, কোনওটাতে হাসি মুখে আশীর্বাদ নিচ্ছেন অভিনেত্রী। শেল্টারের বাকিদের সঙ্গেও সময় কাটিয়েছেন কোয়েল। ছবি আপলোড করে ক্যাপশনে লিখেছেন, “দারুণ একটা দিন কাটল, মরুদ্যান শেল্টারের বিশেষভাবে সক্ষম ভাই-দাদাদের ভাইফোঁটা দিলাম। সবার ভালো হোক। ভালোবাসা, আনন্দ আর শান্তি থাকুক।”

[আরও পড়ুন: সলমনের কথাই সার, ফের ‘টাইগার ৩’ চলাকালীন প্রেক্ষাগৃহে তাণ্ডব, ছাড়াল শালীনতার মাত্রা]

সারা বছর কাজের ব্যস্ততা থাকে। তবে উৎসবের দিন গুলোতে কোয়েল একেবারে বাড়ির মেয়ে। এবারও তার অন্যথা হয়নি। মল্লিক বাড়ির পুজোয় কখনও পুজোর কাজে ব্যস্ত থেকেছেন, কখনও ছেলে কবীরকে সামলেছেন আবার কখনও চুটিয়ে আড্ডা দিয়েছেন। তার পর সিঁদুর মাখিয়ে মা দুর্গাকে বিদায় জানিয়েছেন।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Koel Mallick (@yourkoel)

এবার আবার পুজোয় কোয়েল মল্লিকের সিনেমাও মুক্তি পেয়েছে। অরিন্দম শীলের পরিচালনায় আবারও মিতিন মাসি হয়েছেন তিনি। ‘জঙ্গলে মিতিন মাসি’ সিনেমায় বেশ মারকাটারি মেজাজে দেখা গিয়েছে কোয়েলকে। এবার চোরা কারবারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে মিতিন মাসি। পেয়েছে দর্শকদের প্রশংসা। অভিনেত্রীর এই ফোঁটা-পর্বের ছবি দেখে কুর্নিশ জানিয়েছেন নেটিজেনরাও। আবির চট্টোপাধ্যায় লিখেছেন, “খুব ভালো।”

[আরও পড়ুন: রাহার ১ বছর হতেই দ্বিতীয় সন্তানের পরিকল্পনা রণবীর-আলিয়ার? করিনার মন্তব্যে চাঞ্চল্য]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement