Advertisement
Advertisement

Breaking News

Koel Ranjit

লুকিয়ে মিষ্টি খাচ্ছিলেন রঞ্জিৎ মল্লিক, মেয়ে কোয়েলের হাতেই ধরা পড়ে গেলেন, দেখুন কাণ্ড

বাবা-মেয়ের এই কীর্তি ফাঁস করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

Koel Mallick catches father Ranjit Mallick eating sweet, see video | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:May 20, 2022 8:25 pm
  • Updated:May 20, 2022 8:25 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক প্লেট মিষ্টি হাতের নাগালে পেয়েছিলেন রঞ্জিৎ মল্লিক (Ranjit Mallick)। একটা সবে মুখে দিয়েছিলেন। পিছন থেকে এসে উপস্থিত মেয়ে কোয়েল (Koel Mallick)। এক্কেবারে হাতেনাতে ধরা পড়ে গেলেন অভিনেতা। বাবাকে বিস্তর বকাঝকা করলেন কোয়েল। আমার মিষ্টির প্লেটটিও নিয়ে চলে গেলেন। সোশ্যাল মিডিয়ায় বাবা-মেয়ের এই কাণ্ডের ভিডিও আপলোড করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। 

Koel Ranjit

Advertisement

ভাবছেন ব্যাপারটা কী? তাহলে খোলসা করেই বলা যাক। মজার এই ভিডিওটি তৈরি করা হয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত ‘আয় খুকু আয়’ (Aay Khuku Aay) সিনেমার প্রচারের জন্য। ক্যাপশনে লেখা হয়েছে, “মেয়েরাও মাঝে মাঝে বকা দেয়, কারণ মেয়েরাও মায়ের স্নেহে আগলে রাখে তাদের বাবাদের। “

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Grassroot Entertainment (@grassrootent)

[আরও পড়ুন: ‘চুপ থাকার মধ্যেই উত্তর লুকিয়ে…’, বিকিনিতে ছবি পোস্ট করে কীসের ইঙ্গিত দেবলীনার?]

বাবা ও মেয়ের সম্পর্কের কাহিনি ‘আয় খুকু আয়’। জিতের প্রযোজনায় ছবিটি পরিচালনা করেছেন সৌভিক কুণ্ডু।  ছবিতে মুখ্য চরিত্রে অভিনয়ের জন্য নিজেকে এক্কেবারে পালটে ফেলেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। নির্মল মণ্ডলের ভূমিকায় অভিনয় করেছেন তিনি। প্রসেনজিতের মেয়ের চরিত্রে অভিনয় করেছেন দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)। রাফিয়াত রাশিদ মিথিলা রয়েছেন দিতিপ্রিয়ার মায়ের ভূমিকায়। 

Prosenjit Chatterjee, Ditipriya Roy starrer Aay Khuku Aay teaser is out | Sangbad Pratidin

প্রথমে ২৭ মে মুক্তি পাওয়ার কথা ছিল ‘আয় খুকু আয়ে’র। পরে তা পিছিয়ে ১৭ জুন মুক্তির তারিখ ঠিক হয়। জিৎ প্রযোজিত ছবিতে অভিনয় করতে পেরে খুশি প্রসেনজিৎ। অনেকদিন ধরেই এমন ভাল একটা চিত্রনাট্যের অপেক্ষায় ছিলেন বলেই জানান তিনি। আর জিৎ-প্রসেনজিৎ জুটির এই ছবির প্রচার করতেই মিষ্টি ভিডিওটি তৈরি করছেন। ভিডিওটি আপলোড করে রঞ্জিৎ মল্লিক এবং কোয়েলকে ধন্যবাদ জানিয়েছেন প্রসেনজিৎ। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Grassroot Entertainment (@grassrootent)

[আরও পড়ুন: নজিরবিহীন সাফল্য ‘অপরাজিত’র, তা সত্ত্বেও ছবি নিয়ে খুঁতখুঁতানি রয়েছে অনীক দত্তর]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement