Advertisement
Advertisement

Breaking News

Lokkhi Chhele

বাবা কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় নায়ক উজান, কবে মুক্তি পাচ্ছে ‘লক্ষ্মী ছেলে’?

এই প্রথমবার বাবার পরিচালনায় অভিনয় করেছেন উজান।

Know the release date Kaushik Ganguly directed Ujaan Ganguly starrer film Lokkhi Chhele | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:July 1, 2022 5:10 pm
  • Updated:July 1, 2022 5:12 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাবা কৌশিক গঙ্গোপাধ্যায়ের (Kaushik Ganguly) পরিচালনায় ‘লক্ষ্মী ছেলে’ হয়ে বড়পর্দায় ফিরছেন উজান গঙ্গোপাধ্যায় (Ujaan Ganguly)। শিবপ্রসাদ মুখোপাধ্যায়  ও নন্দিতা রায়ের উইন্ডোজ প্রযোজনা সংস্থার  আসন্ন এই ছবির ঘোষণা আগেই হয়ে গিয়েছিল। এতদিনে জানা গেল মুক্তির তারিখ। আগামী ২৬ আগস্ট সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘লক্ষ্মী ছেলে’। পোস্টার শেয়ার করে জানানো হল প্রযোজনা সংস্থার পক্ষ থেকে। 

Lokkhi Chhele

Advertisement

বাবা জাতীয় পুরস্কারজয়ী পরিচালক হলেও তাঁর পরিচালনায় সিনেমার জগতে প্রবেশ করেননি উজান। পাভেল পরিচালিত ‘রসগোল্লা’  ছিল তাঁর ডেবিউ ছবি। সে ছবিটিও উইন্ডোজেরই প্রযোজনা ছিল। নবীনচন্দ্র দাসের ভূমিকায় অভিনয় করেছিলেন উজান। তাঁর বিপরীতে ছিলেন অবন্তিকা বিশ্বাস। 

[আরও পড়ুন: ‘বাধ্য ছাত্রীর মতো শিখলাম’, অনুপম খেরের সঙ্গে এক ছবিতে কাজ করে মুগ্ধ অভিনেত্রী স্নেহা]

‘রসগোল্লা’য় উজানের অভিনয় প্রশংসিত হয়েছিল। তারপরই বাবার পরিচালনায় ‘লক্ষ্মী ছেলে’র কাজ শুরু করেন উজান। এই প্রথম উইন্ডোজের প্রযোজনায় সিনেমা পরিচালনা করছেন কৌশিক গঙ্গোপাধ্যায়। ছবির পোস্টারে উজানকে একেবারে ভিন্ন রূপে দেখা যাচ্ছে। তাঁর কোলে রয়েছে এক শিশু। 

ফেসবুকে ছবির মুক্তির তারিখ জানাতে গিয়ে কৌশিক গঙ্গোপাধ্যায় লেখেন, “লক্ষ্মী ছেলের আসার দিন ঠিক হয়ে গেল! কঠিন একটা সময় পেরিয়ে, প্রায় ৩ বছর পর আমার একটা ছবি মুক্তি পাচ্ছে। ‘জ্যেষ্ঠপুত্র’র পর এবার ‘লক্ষ্মী ছেলে’। উজানের বড়পর্দায় আমার ছবিতে প্রথম কাজ। আশা করি ভাল লাগবে আপনাদের।”

Kaushik-Ujaan-1

[আরও পড়ুন: স্বামী-স্ত্রী হিসেবে বড়পর্দায় কৌশিক-অপরাজিতা, দেখুন ‘কথামৃত’ ছবির পোস্টার

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement