Advertisement
Advertisement
Aamir Kiran

ছেলে আজাদের জন্যই ‘আরোও কাছাকাছি’ আমির-কিরণ, জোড়া লাগছে ভাঙা বিয়ে?

নতুন শুরুর পথে হাঁটতে চলেছেন আমির-কিরণ?

Kiran Rao's fun Sunday with ex-husband Aamir Khan and son Azad

ছবি : ইনস্টাগ্রাম

Published by: Sandipta Bhanja
  • Posted:July 1, 2024 3:07 pm
  • Updated:July 1, 2024 3:11 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছর তিনেক আগেই আলাদা হয়েছে পথ। আমির খান এবং কিরণ রাওয়ের ডিভোর্সের খবরে যেন মাথায় বাজ পড়েছিল গোটা ইন্ডাস্ট্রির! তাঁদের বিয়ে ভাঙা নিয়ে কম জলঘোলা হয়নি। কিন্তু নিন্দুকদের কটাক্ষ, সমালোচনায় পাত্তা না দিয়ে বিচ্ছেদের পরও বরাবর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন আমির-কিরণ। বলিউডের কোনও হাইপ্রোফাইল অনুষ্ঠান হোক বা সিনেমার প্রিমিয়ার, একসঙ্গেই দেখা যায় দুই তারকাকে। এবার একসঙ্গে ছুটি কাটানোর ছবি দিলেন।

ছেলে আজাদ রাও খানকে নিয়ে ঘুরতে গিয়েছেন আমির এবং কিরণ। রবিবাসরীয় সেই আড্ডার ক্যামেরাবন্দি মুহূর্তই শেয়ার করে লিখলেন, “রাও-খান হলিডে।” ফ্রেমে প্রাক্তন দম্পতির সঙ্গে দেখা গেল তাঁদের একমাত্র ছেলেকেও। খুশির মেজাজে আমির-কিরণকে দেখে নেটপাড়ার কৌতূহল, ‘তাহলে কি তাঁদের ভাঙা বিয়ে জোড়া লাগছে?’ মাসখানেক আগে মৌসুরিতে গিয়েছিলেন তাঁরা। সেখানকার উডস্টক স্কুলে ছেলে আজাদকে ভর্তি করানোর মাঝেই মৌসুরির ইতি-উতি ঘুরে এসেছেন প্রাক্তন দম্পতি।

Advertisement

মেয়ে ইরা খানের বিয়ের সময়ও বিগ ফ্যাট হ্যাপি ফ্যামিলি হিসেবে একফ্রেমে ধরা দিয়েছিলেন আমির খান (Aamir Khan), কিরণ রাওরা (Kiran Rao)। বিয়ের অনুষ্ঠানে প্রাক্তন স্ত্রীর সঙ্গে মিস্টার পারফেকশনিস্টের মাখোমাখো রসায়ন, খুনসুঁটির ছবি-ভিডিও ভাইরাল হয়েছিল। এমনকী একসঙ্গে ভোট দিতে গিয়েও ডিভোর্স নিয়ে প্রশ্নের মুখে পড়েছিলেন তাঁরা। সকলের একটাই প্রশ্ন, ‘আপনাদের একসঙ্গে এত হাসিখুশি দেখায়, কেন বিচ্ছেদ হল?’ সম্প্রতি আমির খান ১০ কোটি টাকার একটি ফ্ল্যাটও কিনেছেন। তাহলে কি আবার নতুন শুরুর পথে হাঁটতে চলেছেন আমির-কিরণ?

[আরও পড়ুন: রাতের কলকাতায় চোর ধরলেন জীতু কমল! ‘মারব কম দৌড় করাব বেশি’, দিলেন হুঁশিয়ারিও]

২০২১ সালে তারকা দম্পতির ডিভোর্স হয়। তবে আইনত বিচ্ছেদ হলেও বন্ধুত্ব বজায় রেখেছেন আমির-কিরণ। সম্পর্কের বিচ্ছেদ সততই বিরহের বটে! বিশেষত, সেই সম্পর্ক যদি প্রথমে প্রণয় এবং পরে পরিণয়ে পরিণত হয়, তাহলে মনঃকষ্ট আরও দ্বিগুণ বেড়ে যায়। যা কিনা পরবর্তীতে তিক্ততায় গড়ায়। তবে আমির খান কিন্তু এই বিষয়ে একেবারে ব্যতিক্রম। বিচ্ছেদের এত কাল বাদেও প্রাক্তন স্ত্রীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছেন। শুধু তাই নয়, নিয়ম করে তাঁদের ২ জনের সঙ্গে সপ্তাহে দু’ দিন দেখাও করেন। বিচ্ছেদেও তিক্ততা নেই তাঁদের। তাই তো প্রাক্তনকে নিয়ে সব জায়গায় হাজির থাকেন আমির।

[আরও পড়ুন: ‘অনুশোচনার থেকে কষ্ট ভালো’, মালাইকার সঙ্গে বিচ্ছেদ যন্ত্রণায় কাতর অর্জুন!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement