সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অভয়ার বিচার চেয়ে দুর্গোৎসবের বিরোধিতা করেছিলেন। তার মাস ঘুরতে না ঘুরতেই ফিল্মোৎসবে উপস্থিত হয়ে সাদরে সংবর্ধনা গ্রহণ করলেন কিঞ্জল নন্দ এবং সুদীপ্তা চক্রবর্তী। আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবের মঞ্চে দুই শিল্পীকে দেখেই এবার কুণাল ঘোষের প্রশ্ন, ‘উৎসব? বিচার? এসব লেখার পর নিজেদের স্বার্থে চলচ্চিত্র উৎসবে যেতে সমস্যা নেই? তাহলে দুর্গোৎসবের সময় সবরকম নেতিবাচকতা ছিল কেন?’
জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের অন্যতম মুখ কিঞ্জল নন্দ। আর জি কর কাণ্ডের (RG Kar Case) প্রতিবাদে প্রথম দিন থেকেই শামিল ছিলেন সুদীপ্তা চক্রবর্তী। গ্ল্যামারদুনিয়ার অনেকেই সেইসময়ে পথে নেমেছিলেন অভয়ার বিচার চেয়ে। দুর্গোৎসবের মরশুমেও প্রতিবাদ জারি থেকেছে। রাজ্যের বাণিজ্যিক, অর্থনৈতিক বিষয়ের কথা না ভেবে উৎসবে শামিল না হওয়ার ডাক দিয়েছিলেন তারকাদের একাংশ। ৬ অক্টোবর কিঞ্জল নিজেও একটি পোস্ট করেছিলেন- ‘ধর্ষণ, ধর্ষণ… খুন, খুন…, উৎসব, উৎসব… বিচার, বিচার…?’ তার পরেই এক বিজ্ঞাপন করে বিতর্কে জড়িয়েছিলেন ডাক্তার-অভিনেতা। শুক্রবার ফিল্ম ফেস্টিভ্যালের আবহে নন্দনে গিয়ে কিঞ্জল সংবর্ধনা গ্রহণ করতে কৌতূহলী কুণাল ঘোষ।
ফেসবুক পোস্টে তৃণমূল নেতার সোজাসাপটা মন্তব্য, ‘দুর্গোৎসব খারাপ। ফিল্মোৎসব ভালো। দ্রোহের দ্বিচারিতা। নন্দন চত্বরে, শুক্রবার। কিঞ্জল, সুদীপ্তা। কোনও ব্যক্তি আক্রমণ নয়। কৌতূহল। উৎসব? বিচার? এসব লেখার পর নিজেদের স্বার্থে চলচ্চিত্র উৎসবে যেতে সমস্যা নেই? তাহলে দুর্গোৎসবের সময় সবরকম নেতিবাচকতা ছিল কেন? ও! বাই দ্য ওয়ে, কুলতলির ধর্ষণ, খুনে ৬২ দিনের মাথায় আজ ফাঁসির শাস্তি হল। অতিনাটক করে সিবিআই ডেকে এনে আর জি করের বিচার শেষ হল না। অভয়ার আবেগ নিয়ে কিছু লোক ছেলেখেলা করে নিজেদের স্বার্থে কাজ চালাল। আজ ক্রমশ তা সামনে আসছে।’ সেই পোস্টেই ডাক্তার তথা অভিনেতাকে কুণাল ঘোষের প্রশ্ন, ‘কিঞ্জল, বিচার পেয়ে গেছে অভয়া? উত্তর না হলে, এখনও তোমাদের মিছিল চললে, তুমি চলচ্চিত্র উৎসবে কেন?’ এপ্রসঙ্গে সংবাদ প্রতিদিন-এর তরফে অভিনেতা কিঞ্জল নন্দর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা হলে তাঁকে ফোনে পাওয়া যায়নি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.