সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাঙালিরা উৎসব-অনুষ্ঠান প্রেমী। সিনেদর্শকরা সারা বছর মুখিয়ে থাকেন ফিল্মোৎসবের জন্য। এবছর সেই অপেক্ষার অবসান। বুধবার থেকেই সিনেপ্রেমীদের স্বাগত জানাতে প্রস্তুত সিনেমার পীঠস্থান নন্দন-সহ একাধিক প্রেক্ষাগৃহ। শীতের শহরে একগুচ্ছ আন্তর্জাতিক সিনেমা নিয়ে হাজির আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসব (KIFF 2024)। প্রথম দিন কোন ছবি কোথায় দেখবেন? ঝটপট জেনে নিন।
নন্দন ১-এ সকাল ৯ টায় দেখে ফেলুন তপন সিনহা পরিচালিত ‘কাবুলিওয়ালা’। নস্ট্যালজিয়ায় ফিরতে হলে এই পঞ্চাশের দশকের এই ছবি দেখা মাস্ট! এছাড়াও, আরেকটি ছবি ঘিরে সিনেপ্রেমীদের প্রত্যাশা এবং উন্মাদনা দুটোই মারাত্মক! সেটি হল পাবলো সিজারের পরিচালিত ‘থিঙ্কিং অফ হিম’। নন্দন ১-এ সন্ধে ৭টায় রয়েছে স্পেশাল স্ক্রিনিং।
নন্দন ২-তে এদিন বেলা দেড়টায় থাকছে রনজিৎ রায়ের ‘পুতুলনামা’। সন্ধে সাড়ে ৬টায় দেখানো হবে ‘হোয়েন ফল ইজ কামিং’। চলতি বছরেই মুক্তিপ্রাপ্ত এই ফরাসি ছবি ফ্রান্সে বহুল প্রশংসিত হয়েছে। পয়লা দিনে নন্দন ৩-তে বড় চমক রেজওয়ান রব্বানি শেখ পরিচালিত ছবি ‘কালীকথা কলিকাতা’। জানা গিয়েছে, এই স্বল্প দৈর্ঘের ছবিতে ভিন্ন আঙ্গিকে তিলোত্তমাকে তুলে ধরেছেন অভিনেতা। বিকেল ৫টায় শো রয়েছে নন্দন ৩-এ।
কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের পয়লা দিনের সবথেকে বড় চমক সুমন ঘোষ পরিচালিত তথ্যচিত্র ‘পরমা’। যা কিনা অভিনেত্রী, পরিচালক অপর্ণা সেনের জীবন অবলম্বনে তৈরি। ক্যামেরার সামনে থেকে নেপথ্যের অপর্ণা সেনের জার্নি দেখা যাবে এই তথ্যচিত্রে। দুপুর দেড়টায় শিশির মঞ্চে দেখতে পাবেন এই তথ্যচিত্র। রবীন্দ্র সদনে সন্ধে ৬টায় থাকছে অর্ক মুখোপাধ্যায় পরিচালিত বাংলা প্যানোরমা ‘কাল্পনিক’। যে ছবি নিয়েও প্রত্যাশার পারদ চড়েছে দর্শকমহলে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.