সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কবে সাতপাক ঘুরবেন দেব-রুক্মিণী? টলিপাড়ার তারকাজুটির বিয়ে নিয়ে কৌতূহলের অন্ত নেই! নাগালে পেলেই এই প্রশ্নবাণের সম্মুখীন হন যুগলে। এদিকে দেব-রুক্মিণীর মালাবদলের পালা দেখার অপেক্ষায় তীর্থের কাকের দশা অনুরাগীদের। তবে এবার ভক্তদের ‘দুধের স্বাদ ঘোলে মেটালেন’ খোদ মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)! তাও আবার আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবের (KIFF 2024) উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে। রুক্মিণীর পরানো সংবর্ধনার উত্তরীয় দেবের (Dev) গলায় পরিয়ে দিলেন মমতা।
মালাবদল না হোক, উত্তরীয় বদল তো হল! KIFF-এর মঞ্চে ‘দিদি’র এহেন রসিকতায় মঞ্চেও হাসির রোল। অনুষ্ঠানের মাঝে সঞ্চালক জুন মালিয়া রুক্মিণী মৈত্রকে ডেকে নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে সংবর্ধনা জানানোর জন্য। ঘোষণা মাফিক অভিনেত্রীও গুটি গুটি পায়ে পৌঁছে যান মুখ্যমন্ত্রীর দিকে। প্রথমেই পা ছুঁয়ে মমতাকে প্রণাম করেন রুক্মিণী মৈত্র। তার পর উত্তরীয় পরিয়ে দেন তাঁর গলায়। কিন্তু রুক্মিণীর (Rukmini Maitra) পরানো সেই উত্তরীয় নিজের গলায় না রেখে সরাসরি পাশে বসে থাকা দেবকে পরিয়ে দিলেন মমতা। আর মুখ্যমন্ত্রীর এহেন রসবোধ দেখে রুক্মিণীও হেসে গড়িয়ে যান। মঞ্চে উপস্থিত সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে শত্রুঘ্ন সকলের মুখেই চওড়া হাসি।
আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বেশ রঙিন মেজাজেই দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে। কখনও অনুষ্ঠান সূটনার আগে দর্শকাসনে বসে ডোনা গঙ্গোপাধ্যায়ের নাচ দেখতে দেখতে নিজের লেখা গান গুনগুনিয়ে ওঠেন, আবার কখনও বা শত ব্যস্ততার মাঝে মঞ্চে বসে থাকা তৃষ্ণার্ত প্রবীণ অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়ের দিকে জল এগিয়ে দেন। এদিন ফিল্মোৎসবের অনুষ্ঠানে বলিপাড়ার ডাকসাইটে তারকাদের দেখা গেলেও মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে উপস্থিত ছিলেন টলিপাড়ার সিংহভাগ। টেলিপর্দার বহু চেনা মুখকেও দেখা দেল বিশেষ দায়িত্বে। বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমেই শুরু হয়ে গেল সাত দিনব্যাপী আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসব।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.